আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন ভাবনা

আল বিদা

৯০ সালে যখন এরশাদ সরকারের পতন হল আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, এখন এরশাদ কে হবে? আমি ভেবেছিলাম এরশাদ মানে সরকার প্রধান। সরকার বিষয়ক আমার বুদ্ধি এমনই ছিল। কত কত নির্বাচন দেখা হল। সংসদের ভোট, হ্যা-না ভোট, ইউনিয়নের ভোট, সিবিএর ভোট। ভোটের দিন আসলেই এক অন্যরকম উৎসব থাকে।

আব্বা বিসিআইসি তে জব করার কারনে সিবিএ ইলেকশন বেশ কয়েকবার দেখেছি। মনে পরে প্রার্থীদের মার্কা লাগানো কাগজ শার্টে ঝুলিয়ে ঘুরতাম। একবার আব্বা দেখে বাহিরেই সবার সামনে চরম ঝারি দিলেন। আমাকে বুঝিয়েও বললেন না সমস্যাটা কি? গত বছর ভোট দিতে পারি নাই। এবার ভোট দিব ইনশাল্লাহ।

তবে কাকে দিব এখনও ঠিক করি নাই। ভোট বিক্রি করার কথাও ভেবেছিলাম! কিন্তু দেখলাম কেউ আমার ভোট কিনতে আগ্রহী না। ক্যাম্পেইন করলে নাকি ১৫০-২০০ টাকা পাওয়া যায়। তা শুনে গেলাম সন্ধ্যার পর পার্ট টাইম। ওরা বলল, আমার মত লোক না হলেও নাকি চলে।

আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার ছিল। ভেবেছিলাম মুক্তিযুদ্ধের সপক্ষের দল। ১৯৯৬-২০০১ দেখে এখন আর তা মনে হয় না। আমি পরে আফসোস করতে চাই না যাকে ভোট দিব তার দূর্নীতি দেখে। আমি এমন কাউকে ভোট দিতে চাই না যার কথায় কোন বাস্তবতা বা লজিক থাকে না।

'না' ভোট দেয়াটা অনেক কষ্টের। আমার এলাকায় একজন যোগ্য প্রার্থী থাকবে না - তা কি হয়? বিএনপি-কে ভোট দিলে দূর্নীতির অবস্থা কি হবে? টআমি ভোট না দিলে বা একজন কাউকে দিলে কিছু উল্টিয়ে যাবে তা না। কিন্তু ভাল প্রার্থীকে ভোট দিতে চাই। ভাল ব্যক্তি বা ভাল দল। তবে যে দলই আসে তারা যেন আমাদের একটু দয়া করে।

আমি দেশের উন্নতি চাই না। আমার মনে হয়দেশের উন্নতি দেশের সাধারন মানুষের ব্যক্তিগত উন্নতির কারনে এমনিই হয়ে যাবে। আপনি ভোট দিচ্ছেন তো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.