আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-১৭ (ভোট ও বিয়ের পর “ফস্” করে না !!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

মেয়েঃ অনেকদিন তুমি তোমার স্পেশাল গল্পগুলো বলছ না ! প্লী­জ আজ একটা গল্প বল না....প্লীজ... ছেলেঃ কী গল্প বলব ? আচ্ছা দেখি মনে করে...উুঁ ...গল্প..গল্প না ...হুঁ পেয়েছি ..সামনে তো ইলেকশান .. ইলেকশান বিষয়ে একটা গল্প শোন... গ্রামের এক বৃদ্ধ লোক ভোট দিতে যাচ্ছিলেন। তখন গ্রামে গঞ্জে কোকাকোলা নতুন গিয়েছে। সবাই ভাল করে চিনত না । ভোট কেন্দ্রের অদূরে একটি চায়ের দোকানের সামনে দিয়ে বৃদ্ধ যখন যাচ্ছিলেন তখন কোন এক পার্টির ছেলেরা তাকে থামাল.... ----- চাচা আচ্ছালামুআলাইকুম ! ----- ওয়ালাইকুম.. ---- ভেতরে আসেন । তো চাচা ভোট এবার কোন মার্কায় দিবেন ? ----- দিমু বাবা আমার যারে ভাল লাগে ! ----- না চাচা ভোটটা আপনি দিবেন এই যে দেখেন পোস্টারে এই মার্কায় ! এই চাচারে “পানি” দে !! ----- খালি পানি খাওয়াইয়া ভোট নিবার চাও !! আমি গেলাম !!! ----- আরে চাচা শুনেন !! এই পানি সেই পানি না ! বলতে বলতে কেউ একজন একটা কোকাকোলার বোতল বৃদ্ধ লোকটির সামনে নিয়ে আসে । তারপর ওপেনার দিয়ে বোতলের মুখ খোলা হয় । বৃদ্ধ লোকটি সবিস্ময়ে দ্যাখে মুখ খোলার সাথে সাথে ভেতরের রং চা এর মত জিনিসটি “ফস্” করে ওঠে !!! ----- নেন চাচা খান ! ----- রং চা এর মত এইটা কী বাবা ! ----আরে খাইয়া দ্যাখেন বেহেশতের পানি । বৃদ্ধ লোকটি গ্লাসে নিয়ে পুরো কোকটি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন .. ----- বড়ই মজা পাইলাম বাবা ! তোমাগো মার্কায়ই ভোট দিমু !! বৃদ্ধ লোকটি ভোট দিতে চলে গেলেন...এবং ভোট দেয়া শেষে আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসছেন...পার্টির ছেলেগুলো তখনো দোকানে বসা ! ----- কী চাচা ভোট দিছেন তো ঠিকমতো ? ----- হ! বাবা তোমগো মার্কায়ই দিছি ! একথা বলে বৃদ্ধ লোকটি দোকানের ভেতর উঁকিঝুঁকি মারতে থাকে .... ----- কী চাচা কিছু তালাশ করেন ? ------ আচ্ছা বাবা খাওয়াইছিলা ঐ যে পানিটা “ফস্” করে যে !!! খুব মজা পাইছিলাম খাইয়া ! আর একটা কী খাওয়াইবা বাবা !!! ---- চাচা খাইয়া মজা পাইছেন কারণ তখন ঐটা ফস্ করছিল ! ঐ পানি ভোটের আগে ফস্ করে কিন্তু ভোটের পর আর ফস্ করে না !!!!!! মেয়েঃ হা হা হা হা ..দারুণ...কী নিদারুণ বাস্তবতা...আচ্ছা এবার তুমি আমকে একটা ফস্ পানি খাওয়াও!! ছেলেঃ ঠিক আছে ! প্রেম যেহেতু এখনো আছে খাওয়াচ্ছি ...তবে একটা কথা বিয়ের বেশ কিছুদিন পর কোকাকোলা কিন্তু আর ফস্ করে না !!! ---- হা হা হা হা হা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।