আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-১৬ (পুরুষত্বহীন না বুদ্ধিমান !!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

মেয়েঃ আচ্ছা বিয়ের পরে কী হবে ? আমি রাঁধতে,কাপড় কাচতে,মানে ঘর সংসারের কোন কাজই করতে পারি না...মানে শিখিনি। আমাদের কাজের লোকেরাই সব করে...এদিকে তুমি তো আবার কাজের লোক রাখার পক্ষপাতী নও। এখন বল বিয়ের পরে কী হবে ? ছেলেঃ তুমি শেখনি তাই পার না। আচ্ছা ধর তুমি যদি এসব কাজ পারতে তাহলে কী করতে ? ----- বাহ্ পারলে করবো না কেন ? কিন্তু আমি তো পারি না !! ------ অসুবিধা নাই ! আমি সব পারি। অর্থাৎ যাবতীয় সাংসারিক কাজ আমি পারি....এমন কী ঘর মোছা ও পরিষ্কারে আমি একজন বিশেষজ্ঞ !! বিয়ের পর আমিই সব করব.... ------হুঁ বলেছে !!! বিয়ের আগে সব ছেলেরাই এমন বলে !! বউকে একেবারে মাথায় তুলে রাখবে....ইত্যাদি ইত্যাদি...বিষয়টা কিন্তু সিরিয়াস ..আমি কোন কাজকর্ম পারি না.. ----- আমিও কিন্তু সিরিয়াস !!! তবে এই অবস্থায় দুটো ব্যাপার হতে পারে , হয় তুমি কোন বড়লোকের বউ হবে ..তাহলে তোমাকে আর কোন কাজকর্ম করতে হবে না ..দুই তুমি আমার বউ হবে এবং তোমাকে এবারও কোন কাজ করতে হবে না.. ----- এটা কী হল ? তোমার বউ হব আর কাজ করা লাগবে না !! তুমি কী কোটিপতি যে আমার জন্য কাজের লোক রাখবে ১০-১২ টা...আর হলেও তো তুমি রাখতে না !! তুমি তো কাজের লোক রাখার বিপক্ষে !!! ----- কয়বার বলব সব কাজ আমি করব !!! ----- আমিও কয়বার বলব বিয়ের আগে এরকম সব ছেলেরাই বলে !! ----- আমি সিরিয়াস !!! রিয়েলি সিরিয়াস !! ----- একটু পুরুষত্বহীন শোনা যাচ্ছে না কী ??? ----- না !!! বুদ্ধিমান শোনা যাচ্ছে !!!! ----- না !! মানে বল কী ? মাথা ঠিক আছে ?? ----- তুমি বললে তুমি সাংসারিক কাজ জান না বলে কর না । কিন্তু জানলে তো করতে ... ---- হ্যাঁ তাই তো !! ---- তাহলে ভেবে দ্যাখ আমি যেহেতু সব কাজ জানি , তোমাকে আমার কাজগুলো শেখাতে সর্বোচ্চ একমাস সময় লাগবে । মাসখানেক না হয় আমিই কাজ করলাম !!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।