আমাদের কথা খুঁজে নিন

   

''মুখ ও মুখোশের গান''

...গন্তব্যহীন যাত্রায় পথচারীকে সন্ত মনে হয়! ⎝⏠⏝⏠⎠

তোমার অবয়বকে টেনে বের করেছি আমার স্বপ্নের গহবর থেকে নীল নক্সার যে চিত্র ছিল ধর্মপন্থি শংসপ্তক পূর্ব-পুরুষেরা অসীম সাহসে মুছে দিয়েছিল একদিন। তাদের অযোগ্য পতাকাবাহী হয়ে দালালের দলিলের পাশে বসে ভাবছে কলম হাতে এক ভূমিজ রাখাল- ধূর, কবিতা কী করে হবে শালা রাজাকার বসে আছে মাথার উপর। ''মুখ ও মুখোশের গান''_সুমন আজাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।