আমাদের কথা খুঁজে নিন

   

* ~ একদিন স্কুলে...... ~ *

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
মাঝে মাঝে ছোট বেলার অনেক কথা মনে পড়তেই বেশ একটা আনন্দ অনুভূত হয়ে থাকে ... আর তা যদি হয় কোন দুষ্টুমির কাহিনী তাহলে তো আর কোন কথাই নেই ... স্কুলজীবনের ছোট্ট একটি ঘটনা বলি আজকে -- ছোটবেলায় আমরা দু-ভাই বোন একই স্কুলে পড়তাম ... আমি পড়তাম ক্লাস থ্রি তে ... আমার বোন ক্লাস ৭ এ ... থ্রিতে পড়লে কি হবে ,ঐসময়ে বাদরামীটা কম করেছি বলে মনে পড়ে না .... কোন এক দিন মেজাজ খারাপ করে দেয়ার কারনে ক্লাসের এক লম্বা চুলওয়ালীকে হেড-মিস্ট্রেসের বকা খাইয়েছিলাম ... সেটা ছিল সম্পূর্ন পরিকল্পিত ... এবং সে বকা খেয়ে কানতে কানতে অফিসরুম থেকে বের হতেই দাত কেলিয়ে এমন হাসি দিয়েছিলাম যে সে ঐটা এখনো নাকি ভুলতে পারেনি (অবশ্য সেটা জেনেছি ১৭ বছর পরে ... সে গল্প না হয় আরেকদিন বলা যাবে) ...... যাই হোক ... কয়েকদিন পরে সে আমার উপরে প্রতিশোধ ও নিয়েছিল ...তবে আরো ভয়ংকর ভাবে ... টিফিন টাইমে আমরা একসাথেই খেলতাম ... কিন্তু ঐ ঝামেলার পরে কয়েক দিন আমরা আলাদা আলাদা ভাবে খেলা করতাম ... সবচেয়ে মজার খেলা ছিল বরফ-পানি খেলা ... স্কুলের সব ছেলে-মেয়েরা ঐ সময় মাঠে খেলতো তাই খেলার সময়ে দৌড়াতে গিয়ে এর ওর সাথে ধাক্কা লেগে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল ... একদিন আমাকে একজন তাড়া করছিল আর আমিও বেশ জোরে দৌড়াচ্ছিলাম... এদিকে কে জেনো আমার নাম ধরে ডেকেছে ঠিক বুঝে উঠতে পারিনি , দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে কাউকে না পেয়ে সামনে তাকাতেই হঠাৎ আমার চোখে কোন একজনের হাত এসে লেগেছিল ... সাথে সাথে চোখের কোনে রক্ত জমে গিয়েছিল ... আর সেকি প্রচন্ড ব্যাথা ... এর মধ্যে কেউ একজন আমার আপুকে ও খবর দিলো (আমাদেরকে মোটামুটি সবাই চিনতো)... ও তো শুনে চোখ ফুলিয়ে হাউমাউ করে কানতে কানতে হাজির (আমি আবার তার চরম আদরের বাদর ভাই কিনা ... হে হে )... আমি একচোখে দেখছিলাম আরে ওর চোখে আবার কি হলো ... ওর চোখ লাল কেন ? ... যাই হোক ও আমাকে নিয়ে গেল হেড মিস্ট্রেসের অফিসে ... বললো আমার ভাইয়া এমন ব্যাথা পেয়েছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব তাই আজকে ছুটি চাই ... আমি ওর পাশে একহাতে চোখ ঢেকে চুপ করে তাকিয়ে আছি আর আমার বোন কান্নাকাটি করে একাকার করে দিচ্ছিলো ... টিচার কিছুক্ষন ওর দিকে তাকিয়ে ওর সাথে একটু মজা করে বললেন -- তুমি এমন ভাবে কান্না করছো মনে হচ্ছে ব্যাথা আসলে তোমার ভাই পায়নি ... পেয়েছ তুমি ... (এর পরে অনেক সান্তনা দিয়ে উনি আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিলেন) সে দিনের কথা মনে পড়লে আজো মনের কোনে অন্যরকম অনুভূতি দোলা দিয়ে যায় ... মনে পড়ে সেই লাইন গুলো ---- সোনার খাঁচার দিন গুলো মোর রইলো না, রইলো না .... সেই যে আমার নানা রং এর দিন গুলি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।