আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-১৩ (চিড়িয়াখানা না কী “চিড়িয়া” “খানা” !!!!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

ছেলেঃ আমার চিড়িয়াখানায় এসে খুব ভাল লাগছে...বাঘ,সিংহ ...খাঁচায় কত সুন্দর সুন্দর প্রাণী... মেয়েঃ আমার মোটেও ভাল লাগছে না। ----- কেন? ----- খাঁচার ভেতর প্রাণী দেখলে মেয়েদের সাংসারিক জীবনের একটা মিল পাই.. ----- কী রকম ! ----- ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে এরকম চিড়িয়াখানার প্রাণীর মত ঘরে আটকে রাখতে চায়.....বা অনেকে রাখছে! আচ্ছা বিয়ের পর তুমিও কী আমাকে আটকে রাখবে ?? ----- দেখ ঘরকে তুমি খাঁচা বলতেই পার...! তবে আমি তোমাকে আটকে রাখবো না আবার একেবারে ছেড়েও দেব না...হাজার হোক তুমি ভয়ংকর সুন্দরী !!! ---- ছেড়েও দেবে না আবার আটকেও রাখবে না ..এটা কী রকম... ----- মানে দেখ না বড়লোকেরা কুকুর নিয়ে বের হলে গলায় চেন লাগিয়ে বের হয় !!!! ---- কী বললে? তুমি কী বললে? আমাকে কুকুরের মত গলায় চেন লাগিয়ে বের করবে না কী ?? ----- আরে না না !! ওরা কুকুরের গলায় লাগায় চেন আর আমি তোমার পেছনে লাগাবো মেন(Men) !!! ------ Men ? মানে গোয়েন্দা !!! মানে ওরা আমাকে ফলো করবে আমি কোথায় যাই ...কী করি..... ----- আরে না না !!! ওরা ফলো করবে কেউ তোমাকে ফলো করছে কী না !! ----- কিন্তু ওই একই তো হল....আচ্ছা প্যাঁচাল বাদ দাও ...ক্ষুধা লাগছে.....চল কিছু খাই ..... ----- আচ্ছা তুমি এরকম খাই খাই কর কেন? খেয়ে বেড়াও ! আবার বেড়িয়ে খাও !! তোমার খাওয়াটা একটু কমাও..তা না হলে বিয়ের পর আমাদের ঘর সত্যিই চিড়িয়া খানা হয়ে যাবে !!! ----- খাওয়ার সাথে চিড়িয়াখানার কী সম্পর্ক ??? ----- তুমি যদি বেশী খাও তাহলে প্রতিবেশীরা যখন এটা জানতে পারবে তারা তখন বলবে মহিলাটা একটা “চিড়িয়া”- “খানা” ছাড়া কিছুই বোঝে না !!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।