আমাদের কথা খুঁজে নিন

   

শুভ বড়দিন

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

একটু পরেই বাজবে ১২টা..... ঘড়িতে... ঢং.... ঢং... আজ ২৫ ডিসেম্বর, আজ শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে শুধু খ্রিস্টানরাই নন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের জন্যও আনন্দ বয়ে নিয়ে আসে এই বড়দিন। এইদিনে যীশু খ্রিস্ট মাতা মেরীর কোল আলো করে এসেছিলেন এই পৃথিবীতে। মানুষের মাঝে শান্তি, সৌহার্দ্য আর ভালবাসা ছড়িয়ে দিতে।

আজ শিশুরা অপেক্ষা করে থাকবে শান্তা ক্লজের জন্য। শান্তা ক্লজ পৃথিবীর সব শিশুর জন্য খেলনা আর উপহার বিলিয়ে যাবেন। খেলনার সঙ্গে থাকবে তাদের জন্য ভালবাসা আর সাম্যের গান। যেমন যীশু খ্রিস্টকে তাঁর জন্মের সময় জ্ঞানী ম্যাজাইরা আশীর্বাদ উপহার দিয়েছিলেন। এবারের বড়দিন যেন বরাবরের মতই আনন্দে উদযাপিত হয়, সে কামনাই করি।

বড়দিনে আমাদের প্রার্থনা হোক_ আমাদের দেশের মঙ্গল কামনায়, আমাদের ও আমাদের চারপাশের সবার জীবনের মঙ্গলময়তা, সুখ ও অনাবিল শান্তিপূর্ণতা কামনায়। আসন্ন নির্বাচন ও অনাগত আর সব উৎসব কিংবা আয়োজন পৌঁছে যাক শ্রেষ্ঠতম সাফল্যে.... আমাদের প্রিয় আবাসভূমি পৃথিবী বাসযোগ্য হোক সবার জন্য। আমাদের ভবিষ্যত প্রজন্ম স্বপ্ন আশা আর ভালবাসা নিয়ে বাঁচতে শিখুক, আমাদের গড়ে দেওয়া এক পূর্ণ পৃথিবীতে। আনন্দ উদ্দীপনায় সারা পৃথিবী জুড়ে পালিত হোক বড়দিন! সবাইকে বড়দিনের শুভেচ্ছা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।