আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ১৫

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ধূলো গুলো উড়িয়ে আপন খুশিমত খেয়ালে ধোঁয়াহীন বাস্তবটুকু ধোঁয়াময় করে আড়ালে... ধূলোর ধোঁয়ায় উড়বে নিথুয়া বেদনা- শূণ্য প্রেমী ধূলোর আড়ালে লুকাবো মুখ শূণ্য থেকে এই আমি। শূণ্য আমার অন্তর জুড়ে , শূণ্য জীবন যুদ্ধপুরে শূণ্য থেকে সকাল শুরু, শূণ্য মাঝে রাত্রি মরে; সেই শূণ্যই বাঁচার তাগিদ কোন সে কুমন্ত্রনে শূণ্যই তো সে অস্তিত্বহীন রক্তনহর তব প্রাণে, তারি সন্ধানে ধূলোর ধোয়ার হারিয়ে সকল লজ্জা কুয়োপাতা ফাঁদে গোপন করি নড়বড়ে অস্তি মজ্জা । এমনই চটুল জঠোরআড়াল রক্তিম আঁধারে ধুঁকি ধূলো উড়িয়ে ধোঁয়া ছড়িয়ে দেই তো শূণ্যে উঁকি; তবুও আমার শান্ত আত্মা তরল ওগো ভীষন হিমতাপে তবুও আমার জীবনকাব্য শূণ্যে হারিয়ে শূণ্যেই শুধু কাঁপে। ২৪/১২/০৮ ================================= ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৮ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৯ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১০ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ১৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।