আমাদের কথা খুঁজে নিন

   

symphony w68 এবং Xplorer ZII ইউজার দের জন্য কিছু তথ্য

Symphony w68 সেট টি আমাদের সবার কমবেশি চেনা। সেট টি দাম অনুযায়ে অনেক ভাল একটি সেট আশা করি সবাই একমত হবেন। সেট টি নিয়ে একরকম অস্থির অবস্থা দেখার কারনে কিনে ফেললাম একটা 
প্রথমেই অভ্যাসবশত root করার জন্য অনেক ট্রাই করলাম কিন্তু রেজাল্ট শূন্য। তাই কেও যদি root করতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। কিন্ত কিছু তথ্য দিতে পারি যা আশাকরি কাজে লাগবে আপনাদের।


Overseas business এবং Brand business এর মাধ্যমে Symphony এবং Walton আমাদেরকে ভাল খারাপ সব কনফিগারেশনের সেট দিয়েছে। w68 সেট টা নিয়ে গুগল করার মাধ্যমে কিছু কোম্পানির নাম পেলাম যারা ব্রান্ড বিজনেস এর মাধ্যমে অন্যান্য কোম্পানি দের সেট বানিয়ে দেয়। এমন একটি কোম্পানি হল চীনার konka mobiles  www.konka-mobile.com
এখানে ওদের brand business যেসব কোম্পানির সাথে আছে ওই কোম্পানি গুলোর নাম দেখে আমি  ভালই অবাক হয়েছি। ওয়েবসাইট টি ঘাঁটলে খেয়াল করবেন নাহলে গুগল করে দেখতে পারেন Konka V981 সেট টি হুবুহু আমাদের Xplorer z2 এর মত। এই কোম্পানির আরও অনেক সেট হয়ত symphony রিব্র্যান্ড  করেছে যা খুজে দেখতে পারেন আপনারা।

এটা বের করতে পারলে সুবিধা হল আপনার সেট এর root এবং rom Future update পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এবার আসি আবার W68 সেট টির কথা নিয়ে। এই সেট টিও  konka কোম্পানির তৈরি। সেট টি কে আমাদের সাথে symphony পরিচয় করিয়েছে W68 হিসেবে এবং ইন্ডিয়ার INTEX মোবাইল পরিচয় করিয়েছে intex cloud Y2 হিসেবে...!!!!!! গুগল করে দেখতে পারেন।  :mrgreen:
আশা করি এমন খবর গুলো সবার কাজে দিবে।

konka mobiles এর মত  আর ১১ টি চায়না কোম্পানি আছে যা এভাবে brand and overseas business করে আসছে। ওদের ওয়েবসাইট গুলোর নিয়মিত ভিজিটর হয়ে গেছি আমি  এমন আরও তথ্য পেলে শেয়ার করার চেষ্টা করব । ধন্যবাদ ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।