আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত আবর্ত--২



শব্দ দিয়ে গড়া দেয়াল আমাদের মাঝে- আমাদেরই অক্লান্ত প্রয়াসে, বিভেদ নেই আবার কোন সংযুক্তির সেতুও নেই শব্দের সাথে শব্দের সংযোগে অষ্ট প্রহরের নিবিড়তায় – অবিচ্ছিন্নতায় গড়ে তুলেছি নির্বাত দেয়াল— অনতিক্রম্য, অলঙ্ঘনীয়....... আমরা দেয়ালের চতুঃপ্রান্তে ছড়িয়ে- নির্বাত দেয়ালে মিলিয়ে যায় আমাদের শব্দ যদিও একই রোদ্দুর আমরা প্রত্যহ স্পর্শ করি একই জোছনার আলো পান করে মাতাল হই তবুও আমরা, দেয়ালের ছায়ার পড়েছি ঢাকা চোখে রোদ্দুরের পাশবিকতা মেখে আর ঠোঁটে কুয়াশার মতন শব্দের আদ্রতা হাড়ে মাংসে আগুনের ফুলকি আর ছুটে চলা – অনন্তের পানে অসীম নিরুদ্দেশে অনন্যতার মাঝে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।