আমাদের কথা খুঁজে নিন

   

১/১১ এর মত কূটনৈতিক মিশনগুলো আবার সক্রিয়এবং আগামী নির্বাচন।



নির্বাচনকে ঘিরে যে সংশয় দানা বাঁধছে তা কাটছে না। দেশের কূটনৈতিক মিশনগুলো ১/১১ এর মত আবার সক্রিয় হয়ে উঠেছে । শনিবার সকাল সাড়ে ৮টায় ফ্রান্স রাষ্ট্র দূতের বাসায় ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতরা এক বৈঠকে মিলিত হন। র্দীঘ দুই ঘন্টা তারা আলোচনা করেন। এরপর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকার সকল কূটনৈতিক মিশন প্রধানরা আলোচনায় বসেন বারিধারার একটি হোটেলে।কুটনৈতিক মিশন প্রধানদের ঘন ঘন বৈঠকে শংকিত দেশের জনগণ । নির্বাচন নিয়ে সংশয় বেড়ে যাচ্ছে জনগণের মধ্যে । যদিও জাতি নির্বাচনের জন্য প্রস্তুত । কূটনৈতিক মিশনগুলো কি আসলে বাংলাদেশের ভালো চায়?? সারা দেশ যখন শীত ও নির্বাচনী জ্বরে কাপছে তখন কূটনৈতিক মিশনগুলোর এমন বৈঠক কিসের আলামত ?? আমরা গত ২২শে জানুয়ারীর নির্বাচন নিয়েও কূটনৈতিক মিশনগুলোর এমন তৎপরতা লক্ষ্য করেছিলাম। ২৯শে ডিসেম্বরের নির্বাচন নিয়েও কি কূটনৈতিক মিশনগুলো খুব চিন্তিত ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।