আমাদের কথা খুঁজে নিন

   

হায় !!!জীবনের সমীকরণ কি এটাই...

জ্ািননা

ঘেন্না ধরা জীবনের বোঝ... কলুর বলদের মতন টেনে চলি ব্যথতার্র ক্লেদ জমে জমে কুজো হয়েছে শরীর .... চোখের বিবেক মরেছে.... তারও আগে নৈতিকতার সমাধী সাজিয়েছি... এখন আর. ভাল মন্দের বাছ বিচার নাই... যেথায় সুবিধাবাদির আধাগোনা..... সেথায় খুজি জীবনের ঠিকানা..... আজ সস্তাদরে বিবেক ,দেশপ্রেম,মুল্যবোধর বেচাকেনা হয়... আত্নজাহির আধুনিকতার নামান্তর... .কার ভালোটা কে বুঝে... নিজ বাহাবারই সময় স্বল্প... তবুও এত ব্যস্ততাতেও.... বড্ড খাপছাড়া আর একাকিত্ত ভর করে ... .জীবনের চলার পথে... .সহযাএী হীন নিঃসঈতা, মরা বিবেকের করুন কান্না.... বোঝ হয়ে কাধেঁ ভর করে... কেবলই মনে হয় এটাই কি মান্‌ষ বাঁচা... হায় !!!জীবনের সমীকরণ কি এটাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।