আমাদের কথা খুঁজে নিন

   

নতুন প্রজন্মের এই মুক্তিযুদ্ধে অংশ নিন। যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ুন।

জীবন মানে আজও বুঝি না শাহবাগ নতুন প্রজন্মের ঠিকানা নুতন এ মুক্তিযুদ্ধে আপনি আপনারা তুই তুমি তোমরা যেখানে পারেন অবস্থান নিন। যুদ্ধাপরাধীমু্ক্ত বাংলাদেশ চাই-এই আমাদের প্রত্যয় জামাত শিবিরকে প্রতিহত করুন। কাদের মোল্লার ফাসিঁ চাই। শাহবাগ এই চত্বর আজ নতুন প্রজন্মের আন্দোলন স্থল। যেখানে যেভাবে পারেন যেখান থেকে পারেন যু্দ্ধাপরাধীদের বিপক্ষে অবস্থান হন।

নতুন প্রজন্মের এই মুক্তিযুদ্ধ-যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ। যে ঘরে সে আপনার শিশুকে বলেন, ভাইকে বলেন বোনকে বলেন আমরা যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চাই জামাত শিবির চাই না। যে রাস্তা পাশের জনকে বলেন আমরা যুদ্ধাপরাধীদের ফাসিঁ চাই যারা বিদেশে আছেন তারা জামাত শিবিরের অপকর্মের জবাবে বিশ্বকে জানান আমরা যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চাই। ষড়যন্ত্র চলবে চলছে ষড়যন্ত্র একাত্তরেরও ওরা করেছিল এখন করছে, বিশ্বকে জানান দিন আমার যু্দ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চাই যে অফিসে সেও একই কথা বলেন,প্রেমিক প্রেমিকার হাতে হাত রেখে বলেন, আমরা ফাসিঁ চাই যে ক্লাসরুমে সেও পাশের বন্ধুটিকে বুলন আমরা যুদ্ধাপরাধীদের ফাসিঁ চাই। নতুন প্রজন্মের এই মুক্তিযুদ্ধ ছড়িয়ে দেন দেশব্যাপী বর্হিবিশ্বে।

নতুন প্রজন্মের এই মুক্তিযুদ্ধে অংশ নিন। যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ুন। নুতন প্রজন্মের বাংলাদেশ হোক রাজাকার যুদ্ধাপরাধীমুক্ত শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে যাব এই সংগ্রামে জয় বাংলা একাত্তরের মতোই আমাদের এ প্রজন্মেরও স্লোগান জয় বাংলা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জয় বাংলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.