আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ একদিন..........( অনু গল্প )

আমি পথিক

" প্রহর শেষে আলোয় রাংগা সে দিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ.........। " রবীন্দ্রনাথের কবিতার এই লাইনটা হঠাৎ করেই সেদিন মাথায় খেলে গিয়েছিল জেমস্‌য়ের তখন, যখন রোসিতাকে দেখেছিল অর্চাড স্টেশনে ট্রেনের প্রতীক্ষায় দন্ডায়মান । একই কামরায় উঠে পড়লো সেও। ঠাসাঠাসি ভিড়। এর মাঝেই পাশাপাশি দাড়ানো দুজন।

জেমস্‌য়ের নাকে রোসিতার গায়ের সেন্টের সুগন্ধ আছড়ে পড়ছিল। দুটো স্টেশন পাড় হওয়ার পর ও আর নিজেকে ধরে রাখতে পারলো না । প্রশ্ন করলো "আমরা কি পূর্বপরিচিত? " রোসিতা অবাক হল এই প্রশ্নে। উত্তরে না বলায় জেমস হতাস হল না। আবার বলল আমরা কি পরিচিত হতে পারি? কোথাও বসে কি এক কাপ কফি খেতে পারি? রোসিতা ফিলিপিনের মেয়ে।

স্মার্ট এবং সুন্দরী। এমন প্রস্তাব আগেও সে পেয়েছে । সে জানে এর অন্তর্নিহিত উদ্দেশ্য কি। যাই হোক সে প্রস্তাবে সাড়া দেয়ার প্রয়োজন অনুভব করলো না। কিন্তু এতে করে জেমস য়ের ভাবাবেগ কে টলানো গেলো না।

যে স্টেশনে রোসিতা নামলো সেও নামলো সাথে সাথে। পাশা পাশি হাঁটতে হাঁটতে আর বকবক করতে করতে একসময় যখন এক রেস্টুরেন্টয়ের পাশ দিয়ে যাচ্ছিল আবার কফি খাবার আমন্ত্রন জানালো রোসিতাকে। এবার আর না করতে পারলো না রোসিতা। কফি খাবার আগ্রহ না যতটুকু তারচেয়ে বেশী জেমস য়ের রোসিতার মন জয় করা। কারন প্রথম দেখাতেই যে সে প্রেমে পড়ে গিয়েছিল।

এখন তারই চিন্তা ভাবনা চলছে মাথায় কি ভাবে জানানো যায়? অবশেষে বিদায়ের আগমূহুর্তে সরাসরি বলে ফেল্ল আমরা কি আগামী রবিবার কোথাও দেখা করতে পারি? জবাবে রোসিতা হেসে বল্ল " ইজ ইট এ ডেট ?" জেমস ও হেসে বল্ল কেন নয়? হতেও তো পারে। রোসিতা জেমসকে চমকে দিয়ে বলে উঠলো " ঠিক আছে দেখা হবে , তবে বেশী সময় দিতে পারবো না। " জেমসকে আর পায় কে...........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।