আমাদের কথা খুঁজে নিন

   

দু’জনে !



তোমাকে বলতে ইচ্ছে হয় তবে প্রচন্ড ভয় হয় যদি বর্তমান কে হারায়। ভবিষ্যৎ এর আশায় আমাকে বাচঁতে হচ্ছে হয়ত নিজের সাথে কৌশলে প্রতারণা করছি। আসলে ভয় হয়, তুমি যদি ভুল বুঝ [আমাকে] তুমি কি ? [আমার] স্পষ্ট উচ্ছারণের অপেক্ষায় আছ না কি, বুঝে ও না বুঝার ভান করছ। এত সবকিছুর পরে ও মনেহয়, তুমি সবকিছু ই বুঝ ! সবকিছু ই তোমার জানা। তুমি কি সীমাবদ্ধতার কথা ভাবছ ? ওটা তো আমার ও আছে চলোনা সবকিছু নিয়ে একাকার হয়ে যায়। দু’জনে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।