আমাদের কথা খুঁজে নিন

   

এই রকম আর ভাল লাগেনা!

হাতের লেখা ভালো, চেহারা ভালো না

সন্ধা হইলেই জ্বর জ্বর লাগে। ডাক্তার দেখাইলাম, কাম হয়না। টেস্ট ফেস্ট কইরাও কিছু পায়না। বলে, জ্বর মাইপা নিয়া আসো। জ্বর মাপি নিয়ম কইরা, ৯৮, ৯৮+ আর ওঠেনা। ডাক্তার কয়, জ্বর নাই। টেনশন কমাইয়া দাও। নরজিন বা ট্রিপটিন টাইপের ওষধ দেয়, খাই, ভাল থাকি, আবার জ্বর জ্বর ভাব। এই রকম আর ভাল লাগেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।