আমাদের কথা খুঁজে নিন

   

ভোর আসতেছে, কিন্তু এত আন্ধার কেন?

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

একবার একটা সাম্প্রদায়িক গল্প লিখছিলাম। সেখানে এক হিন্দু মেয়েকে এলাকার মাস্তান রাজনৈতিক চাঁদাবাজের দল রেইপ করেছিলো। লিখতে লিখতে আমি গরমের মধ্যে বসেও কেঁপে গেছিলাম, শিউরে উঠছিলাম ঘটনাটার ভয়াবহত্বে। একটা ক্লাস ম্যাগাজিনে ছাপা হবে, মুষ্টিমেয় কিছু মানুষ পড়বে, তারপরেও যতটা পারি ঢেকেঢুকে লিখেছি। যদি কারও অনুভূতিতে আঘাত হয় এই দুশ্চিন্তায়।

পত্রিকার মডারেটর ছিলেন এক স্যার। তিনি বললেন মেয়েটা হিন্দু এই কথা সরায়ে দিতে। আমি বললাম যদি তাই করতে হয় তাহলে তো এই বাংলাদেশের বাস্তবতা অস্বীকার করা হবে (অক্টোবর ২০০৩ এর কথা)। এই বাগবিতণ্ডা থেকে আসল গল্পটা আমার কাছে পরিষ্কার হইছিল। সেটা হলো আমরা কোন একটা অদ্ভুত কারণে চোখে ঠুলি বেঁধে রাখতে পছন্দ করি।

ঠুলি বেঁধে কেউ আমাদের সব লুটে নিয়ে গেলেও শান্ত থাকি, গলা চিরে দিলেও টুঁ শব্দ করি না, এমনকি ঠুলি পরে আমরা সব বেঁচে ফেলতে পারিঃ সহায়, সম্পদ, ভিটে মাটি, জমি জিরাত, দেশ বিবেক, ইজ্জত... সব। জরুরি দরকার হইলো ঠুলিটার। যৌবনজ্বালা, অধূনা যৌবনযাত্রা একটা বড়মণিদের সাইট। সেখানে গিয়ে আমরা বড়মণিরা বড়মণিসুলভ আচরণ করি। একটা প্রিজমের নানান তলের মতো বিচ্ছুরিত হই।

বিগলিত হই। এই সরল সত্যের পিঠে আর কোনও রঙ নাই। চোখ খুলেই মাউসে ক্লিক করি। তারপরে কীবোর্ড মাউস ছাপায়ে সবকিছু আমাদের জন্যে লীগালাইজড কমোডিটি হয়ে যায় হার্ডডিস্কে। সেখানে যুদ্ধাপরাধী বিচারের স্বাক্ষর সংগ্রহ চলতেছে।

আজকে আশ্রম ওরফে অমি রহমান পিয়াল সেই ঘোষণা এই ব্লগে দিয়েছেন। আমি এই ব্লগের ব্লগারদের উত্তেজনা (সাথে আমার নিজেরও)-সহ দেখলাম সকলের ফোকাস অশ্লীলতা ও যৌনবিনোদনভিত্তিক সাইটের উপরে গিয়ে পড়েছে। খোলসের ভিতরের মালের প্রতি কোনও খবর নাই। আরে শালার ব্যাটারা (মুক্তিযুদ্ধে বিশ্বাসী অবিশ্বাসী সকল ফ্রন্টের লোকজন), যুদ্ধাপরাধীদের বিচার এখনও সারা হয় নাই। দেশের এত এত শহীদ-যোদ্ধার অভিশাপ লাগতেছে, তাঁরা কবরে শুয়ে শুয়ে দেখতেছে।

অনেকে ঠিকমতো কবরও পায় নাই, গলা পঁচা লাশ হয়ে নদীতে নদীতে ভাসছে। ঐ শকুনগুলাও এত নিষ্ঠুর ছিল না। দয়া করে এই যুদ্ধাপরাধীদের বিচার কইরা এদের একটু শান্তি দে। সাইত্রিশ বছর ধইরা কত যোদ্ধা যুদ্ধ করতে করতে মরে গেছে। এরাও অভিশাপ দিতেছে।

রাজাকার আলবদর আলশামসের মেম্বার-রা নেতা হয়ে দেশ চালাইতেছে। খুব সুন্দর দেখা যাইতেছে তামাশা! আজকে কেশাগ্র ফুটা ফুটা হয়ে ঝরে পড়তেছে সবার চুল, লোম, ভুরু, মোচ, দাড়ি, পশম, বাল; সব কোন কারণে উপড়ে যাইতেছে গোড়াসুদ্ধু। তাকায়ে দেখলে দেখা যায় খালি কালো, ধূসর চুলে-বালে এলাকা ভরে যাইতেছে। এগুলা পরিষ্কারের জন্যেও একটা ঝাড়ু দরকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।