আমাদের কথা খুঁজে নিন

   

গত দুই বৎসরে কি দূর্নীতি কমেছে ?



এই তত্ত্বাবধায়ক সরকারের আমলের প্রথম দিকে মনে হয়েছিলো দূর্নীতি কমে যাবে । এখন মনে হচ্ছে ধারনাটা ভূল । উত্তরা ও পূর্বাচলে আবেদন করতে গিয়ে আমার তাই মনে হয়েছে । ইনকাম ট্যাক্স সার্টিফিকেট জন্য ঘুষ দিতে হয়েছে ১০০০ টাকা আর ১৫০ টাকার ষ্ট্যাপ কিনতে হয়েছে ৫০০ টাকায় । বলতে গেলে আরো অনেক কিছু বলা যায় ।

আমরা সৎ উপায় জীবন-যাপন কি করতে পারবো না ? কিভাবে হবে দূর্নীতিমুক্ত আমাদের এই সমাজ ? বিএনপি-আঃ লীগ (ভবিষ্যত দেশ পরিচালনাকারি) কি পারবে দূর্নীতিমুক্ত সমাজ গড়তে ? আমরা ব্যবসায়ে লাভ বেশী করতে চাই । ভেজাল মিশাতে চাই । অন্যের প্রাপ‌্যকে নিজে নিতে চাই । ঘুষ নিতে চাই । এসব control থাকে সরকারের কাছে ।

দিন দিন বাড়ছে । অথচ সরকার /বিএনপি-আঃ লীগ/ বুদ্ধিজীবিরা সুন্দর সুন্দর কথা বলে । আর ভালো লাগছে না । বছরে ৫০০০০ টাকার মত ইনকাম ট্যাক্স দেই । অথচ ছেলেমেয়েদের জন্য কিছুই করতে পারলাম না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।