আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে রূপচর্চা

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

অনেক তো পড়াশোনা হলো এবার আসুন অন্য আরো কী কী বিষয়ে ইন্টারনেটের আমাদের সাহায্য করছে সে সর্ম্পকে জানি। ইন্টারনেটে কী নেই বলুন। এই অংশটি তরুনীদের জন্য অনলাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি রূপচর্চা বিষয়ক টিপস জানতে চান তবে তাও জানতে পারবেন ইন্টারনেট থেকে। কোন ফালতু ব্যাক্তি বা প্রতিষ্ঠান থেকে নয় আপনি জানতে পারবেন বিশ্বের সব নামি-দামি কসমেটিকস কোম্পানি কিংবা স্কিন বিশেষজ্ঞদের কাছ থেকে। মূল্যবান এই সব টিপস আপনি জানতে পারবেন সর্ম্পূণ ফ্রি তে। আপনার স্কিনের সাথে কী ধরনের কসমেটিকস মানানসই তা যেমন জানতে পারবেন তেমনি জানতে পারবেন নিজেকে আকর্ষনীয় করার জন্য হেলথ টিপস কিংবা বিভিন্ন ব্যায়াম সর্ম্পকে। যৌবন ধরে রাখতে আমরা সবাই চাই আর তাই নিয়মিত ইন্টারনেট সার্চ করতে থাকুন পেয়ে যাবেন যৌবন ধরে রাখার বিভিন্ন উপায়। তবে কিছু কিছু ওয়েবসাইটে বিভ্রান্তকর বা বিভ্রান্ত করার মতো তথ্য থাকে সেগুলো এড়িয়ে চলুন। রূপচর্চা এবং স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট- http://www.lifetips.com http://www.beauty-channel.com http://www.fitnessforhealth.com http://www.10001beautytips.com সূত্র: সায়েন্স-জোন http://www.science-zone.tk/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।