আমাদের কথা খুঁজে নিন

   

"না" ভোটের পক্ষে হ্যাঁ বলুন

কবিতা, কলাম, গল্প, ব্যক্তিগত কথামালা
প্রিয় বন্ধুরা আপনারা জানেন, প্রচলিত ভোটপদ্ধতিতে আমাদের দেশের ভোটারদের হাত-পা বাঁধা ছিলো। একজন ভোটারকে তাঁর নিজের অপছন্দ সত্বেও কাউকে-না-কাউকে (তা সেই ভোটপ্রার্থী স্বৈরাচার-ই হোক, কি রাজাকারই হোক) ভোট দিতেই হতো। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন দলের প্রধানগণ দাগী আসামী থেকে শুরু করে চূড়ান্ত দূর্নীতিবাজ, দেশব্যাপী বোমা-হামলার অভিযুক্ত আসামী, স্বৈরশাসক, চিহ্নিত রাজাকার ইত্যাদিকে মনোনয়ন দিলেও, ভোটাররা পারেন তাদেরকে বয়কট করতে। এবারের হাতিয়ার ""না""ভোট।

ভোটপ্রার্থীদের কাউকেই পছন্দ না-হলে এবার আমরা ""না""ভোট দিয়ে আমাদের ঘৃণা প্রকাশ করবো। সবাইকে ""না""ভোট দেবার বিষয়টি বুঝিয়ে বলুন। কোনো আসনে ""না""ভোট ৫০ শতাংশের বেশি ভোট পেলে সে-আসনে নতুন করে ভোট গ্রহণ করা হবে, এবং আগের ভোটপ্রার্থীরা আর নির্বাচনে অংশ নিতে পারবে না। ফলে, রাজনৈতিক শীর্ষ-নেতৃত্ব নতুন করে সৎ-যোগ্য-দুর্নীতিমুক্ত প্রার্থী বাছাইয়ের দিকে গুরুত্ব দেবেন। দেশ যদি আমাদের নিজেদের মনে করি, তবে সেটা পরিশোধনের ভার কিন্তু আমাদেরই।

ফেইসবুকে এ-সম্পর্কিত একটি গ্রুপ খোলা হয়েছে। আগ্রহীদের যোগ দেবার জন্য আমন্ত্রণ জানাই। গ্রুপের লিংক: Click This Link say YES for NO VOTE
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।