আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-৫ ( কখন যে জুতা ছুটিয়া আসে !!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

ছেলেঃ সেদিন ঘটনাটা দেখেছ? মেয়েঃ কোন ঘটনা ? ---- বুশকে যে জুতা মারল .. ---- হ্যাঁ দেখেছি.. .. ---- যাই বল বিরাট একটা ইতিহাস হয়ে থাকল কিন্তু.. বুশের বাবা সিনিয়র বুশকেও জাপানে জুতা মারা হয়েছিল.. কী অর্জন ! বাবা ছেলে জুতা অর্জন করেছে !! ---- তোমরা জুতা মারাতেই খুশি ! কত লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলল। ---- মুসলমানদের তো লক্ষ লক্ষ মানুষ মারার ক্ষমতা নাই ! ঐ যে বলে না গুলি খেয়ে মরে যাওয়ার সময় ঘাতককে একটা য›ত্রণাদায়ক চিমটি হলেও দেয়া ! জুতা মারাটা সেই চিমটির মতই। পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাকল। বুশ যে জুতার বাড়ি খাওয়ার যোগ্য তাই প্রমাণ হল। সাংবাদিকটি জুতা মেরে বলেছে “ফেয়ারওয়েল কিস” মানে বিদায় চুম্বন !!! বোঝ অবস্থা !! ---- কিন্তু দেখেছ বুশ কিন্তু সরে গিয়েছে । গায়ে লাগাতে পারেনি। ---- প্রথমটা এত জোরে মেরেছে যে বুশ সরল কীভাবে তাই বুঝতে পারছি না!!ব্যাটাকে বোধহয় ওর বাবা বলে দিয়েছিল “ সব সংবাদ সম্মেলনে সাবধান থাকিবা, কখন যে জুতা ছুটিয়া আসে তা কী বলা যায় ?? হা হা হা হা ---- হা হা হা । তবে যাই বল সাংবাদিকটির সাহস আছে ! আচ্ছা তুমি তো ভীতু ! এ ঘটনা থেকে কিছু সাহস কী পাচ্ছ ? বুঝতে পারছ যে পৃথিবীতে সাহসী মানুষের জয়জয়কার !! ---- কীসের মধ্যে কী? এখানে আমার সাহস নিয়ে প্রশ্ন তুলছ কেন? ---- না ! এসব দেখে তোমার যদি একটু সাহস টাহস হয় তাহলে ভাল হত না !! ---- আমি সাংবাদিকের কাছ থেকে সাহস নিতে পারিনি তবে বুশের কাছ থেকে একটি জিনিস শিখেছি !.. .. ---- বুশের কাছ থেকে কী শিখলে ? ---- বুশের কাছ থেকে শিখলাম কীভাবে নিজের দিকে ছুটে আসা জুুতা সামলাতে হয় !! ---- এটা শিখে তুমি কী করবা ? ---- নাহ্ বলা তো যায়না সংসার জীবনে কখন এইরকমভাবে জুতা,ঝাড়– , ফুলদানী , ইত্যাদি আরও বিবিধ দ্রব্যাদি ছুটিয়া আসে !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।