আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক-৩: বিবাহ বিচ্ছেদ



একটি আদালতে একজোড়া স্বামী স্ত্রী এসে বিবাহ বিচ্ছেদ চাইল, বিচারপতি অনেক করে বুঝিয়ে ঝগড়া-ঝাটি মিটিয়ে নিতে বললেন তাদেরকে । কিন্তু স্বামী স্ত্রী এক রোখা, ঝগড়া মিটিয়ে নেয়াতো দূরের কথা কেউ কারো মুখের দিকে পর্যন্ত তাকাচ্ছে না । অগত্যা বিচারপতি তাদের বিবাহ বিচ্ছেদ মন্জুর করলেন । সেই সঙ্গে আদেশ দিলেন সংসারের সমস্ত সম্পত্তি স্বামী স্ত্রী ভাগ করে নিবেন । -কিন্তু আমাদের তিনটি ছেলের কি হবে ? তাদের তো সমান ভাগ করা যাবে না ।

স্ত্রী নিবেদন করলেন জজ সাহেবের কাছে । -সেই সমস্যার সমাধান আপনাদের নিজেদেরকেই করতে হবে । কোর্টের কিছু করণীয় নেই ও ব্যাপারে । -স্ত্রী খানিকক্ষণ কি যেন ভাবল । তারপর হঠাৎ স্বামীর কলার ধরে টানতে টানতে বিচার কক্ষের বাইরে নিয়ে যেতে যেতে বিচারপতি উদ্দেশ্যে বললো- - হুজুর সমাধান আমরা নিজেরাই করলাম ।

সামনের বছর আসব বিবাহ বিচ্ছেদের আর্জি নিয়ে । আর হ্যাঁ চারটে ছেলে নিয়ে আসবো যাতে ভাগ করে নিতে কোন অসুবিধে না হয় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।