আমাদের কথা খুঁজে নিন

   

... একদিন আকাশের বুকে কিছু ফানুস উড়াই...

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

না আজকেও হলো না । আজকেও হলো না আমার ফানুস উড়ানো । আজন্ম সলজ্জ সাধ,একদিন আকাশের বুকে কিছু ফানুস উড়াই... কিন্তু সেই সলজ্জ সাধ এবার মিস হয়ে গেল ।

আজ সন্ধ্যেবেলায় টিএসসিতে বিজয় দিবস স্মরণে ফানুস উড়ানো হলো । বিগত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বিজয় দিবসের উদযাপন করে ফানুস উড়িয়ে আর মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করে । কমবেশি প্রতিবছরই এই দিনটিতে থাকা হয়, টিএসসিতে । ১৯৯৯ সালে সারা দেশব্যাপী মুক্তিযুদ্ধের রজতজয়ন্তীর (যদিও রজত জয়ন্তীর বছর আগেই পেরিয়ে গিয়েছিল ) উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ টিএসসির বর্তমানের রাজুচত্বরে (তখনও রাজু ভাস্কর্যের পুরো কাজ সম্পন্ন হয়নি) ফানুস উড়িয়েছিল, সেই থেকে শুরু । এখন প্রতিবছর নিয়ম করে ফানুস উড়ানো হয় ।

প্রথমবার ফানুস বানানোর নানা কেচ্ছা কাহিনী ছিল, ফানুস বানাই তো আকাশে উড়ে না, আকাশে উড়ে তো একদিকে হেলে যায় , ব্যালন্স হয় এই করে করে অবশেষে একজন ফানুস বিশেষজ্ঞকে খুজে বের করে ফানুস বানিয়েছিলাম । আজও ঘটা করে ফানুস উড়ানো হলো, ...বিজয়ের আনন্দে এসো ফানুস উড়াই .. কিন্তু আমার যাওয়া হলো না । কাজের চাপে আটকে ছিলাম, কিন্তু আসলেই কি যেতে পারতাম না ?? নাকি শক্তির পদ্যের মতো - যেতে পারি কিন্তু কেন যাবো ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।