আমাদের কথা খুঁজে নিন

   

জনৈক জর্জ বুশ আর আমাদের অক্ষম নিস্ফলা ক্রোধ

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...
ইরাকে জনৈক সাংবাদিক মুনাতাদার আল-জাইদি কর্তৃক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে জুতা ছুড়ে মারার ঘটনাকে অনেক ব্লগারই উল্লসিত ভাবে স্বাগত জানিয়েছেন। আমার মনে হয় না এটা আদৌ উল্লসিত হওয়ার মতো ঘটনা, বরং এক জন পেশাদার সাংবাদিকের পক্ষে খুবই বালখিল্য আচরন, অত্যন্ত মন্দ উদাহরন। তার বোঝা উচিত নৈতিকতার প্রশ্নে এ ঘটনায় জর্জ বুশেরই জিত হয়েছে। সভ্য সমাজে চরম শত্রুর সঙ্গেও কি ভাবে আচরন করতে হয়, তারও তো কিছু প্রথা আছে। আমার ধারনা জর্জ বুশ এবং তার ইরাক নীতির বিরোধিতা বা তার প্রতিবাদের জন্য মুনাতাদার আল-জাইদি আরও কার্যকর কোন পন্থা বের করতে পারতেন। যে সমস্ত ব্লগার বন্ধুরা আমাদের মুনাতাদার আল-জাইদির পন্থা অনুসরন করতে বলেছেন, তারা প্রকারান্তরে আমাদের অক্ষমের নিস্ফলা ক্রোধের রাস্তায় হাটতে বলছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.