আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

সবুজ ওড়না বাতাসে উড়ছে, মৃদু গন্ধ হাওয়ায় ভাসে- পাখিরা নীরব। রোদের ছোঁয়ায় জল ঝিকিমিকি। সফেদ মেঘেরা নীল আকাশে। কেগো তুমি ঐ তৃণ 'পরে- বন্ধ করে আঁখি ভাবিছ কী মনে? আসমানী বস্ত্রে আবৃত তনু- মৃদু হাওয়ায় উড়ছে কেশ ললাটে। আলতা পরা পায়ে নূপুর নীরব; ঘাসফুল বুকে নিয়ে- বন্ধ করে আঁখি ভাবিছ কী মনে? উদোম দুটো হাত মাথার পেছনে। কৌতুহল ভরা দৃষ্টিতে শালিক তাকিয়ে তোমার পানে- উষ্ঞ নিঃশ্বাসে ভাবিছ কী মনে? রাজহংস নেমেছে জলে, মাছরাঙা চঞ্চল, ঢেউ উঠে জলকণায়- বন্ধ করে আঁখি ভাবিছ কী মনে? কেগো তুমি ঐ তৃণ 'পরে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.