আমাদের কথা খুঁজে নিন

   

গরু মেরে জুতা পেটা



গরু মেরে জুতা পেটা কি চমতকার দেখলাম আমরা ব্যবসায়ী চক্রের গরু মেরে জুতা পেটা । আনতার্জাতিক বাজারের দোহাই দিয়া চামড়ার দাম ধরছে ৩০-৩৫ টাকা যা গতবারের অর্ধেক। বাজার যতই খারাপ হোক তা দাম অর্ধেক হওয়ার মত হয় নাই। মূল বিষয় হল, যে উদদেশ্যে ১/১১ তৈরি করা হইছে তা ভেস্তে যাওয়ার সমভাবনা আছে, তাহলে কি করা যায়, “শেষ যা কিছু লুটপাট করা যায় করে নে...”, এই চিনতা থেকে যারা দেশ বিক্রিতে সবসময় অগ্রগামি [ব্যবসায়ী ও ধনীকরা ] তাদেরকেই কাজে লাগানো হল, যথারিতি ঘোষনা দিয়ে চামড়ার দাম অর্ধেক ডিকলেয়ার দিল, আবার দাদাদের গরু রপতানি ও বনধ রাখল। আর ১ ইর্ষনীয় বিষয় হল চায়না জুতা দিয়ে ফুটপাথ – মালটি ন্যাশনাল শো রুম সব ভরে যাওয়া, “আমরা থাকতে চায়না থেকে মাল আনবি, তোদের দেখাইতেছি মজা....” আর যায় কই... এমন খেল দেখলাম যে গরিবের জন্য স্বীকৃত কিছু টাকা [চামড়ার টাকা] আর সিজনাল কিছু গরিব ব্যবসায়ীদের পথে বসিয়ে দেয়া হল। বলে কিনা সিনডিকেট খুজে পায়না আমাদের সিনডিকেটেড ব্যবসায়ী, পুলুশ ইভেন রাব রা। এভাবেই কি চলতে থাকবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।