আমাদের কথা খুঁজে নিন

   

হোমিও চিকিৎসক জানার বিষয়



হোমিও চিকিৎসকের যা জানা প্রয়োজন ১) সাধারণের বিশ্বাস হোমিও চিকিৎসায় সম্ভবত এনাটমি,ফিজিওলজি,প্যাথলজি,গাইনী,সার্জারী ইত্যাদি জানার প্রয়োজন নাই কিন্তু চিকিৎসা বিজ্ঞান কোন অবস্থাতেই এর বাইরে হতে পারে না। প্রত্যেক হোমিও চিকিৎসক এই বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। গত দুই দিনের লেখার কিছু মন্তব্যের মধ্যে এর প্রকাশ ঘটেছে। আবার এটাও ঠিক বাংলাদেশে হোমিও চিকিৎসা যারা পড়তে আসেন তাদের বেশীর ভাগই আসেন শেষ বয়সে যখন চিকিৎসা বিষয়ে পড়ার শারীরিক,মানসিক অবস্থা তেমন একটা ভালো থাকে না। ২) উপরের বিষয় ছাড়া যে সমস্ত বিষয়ের প্রতি বিশেষ খেয়াল নিতে হয় তাহলো:- ক) অর্গানন:- এই বইটির প্রতিটি সূত্র ও ব্যাখ্যা উপলব্দি করতে হবে। খ) রোগী লিপি সংগ্রহ কৌশল গ) প্যাথলজিক্যাল অনুসন্দান: রক্ত পরূক্ষা, মূত্র পরীক্ষা, স্ক্যানি প্রভৃতি অতি আধুনিক অনুসন্দানে বহু আভ্যন্তরীণ যন্ত্রসমূহের গোলযোগ সমূহ ধরা পড়ে যায়, যার ফলে চিকিৎসকের রোগী লক্ষণ সংগ্রহ কাজটিও সম্পূর্ণ হতে সহায়তা করে। ঘ)রেপার্টারীকরন পদ্বতি ঙ)মেডিসিনের শক্তি নির্বাচন পদ্বতে চ)দ্বিতীয় ব্যবস্থাপত্র সম্বন্দে জ্ঞান এখানে উল্লেখ্য হোমিও চিকিৎসকের সঠিক জ্ঞান র্জনের জন্য প্রচুর পড়াশুনা দরকার। তা নাহলে রোগী চিকিৎসায় সঠিক মেডিসন প্রয়োগ হবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।