আমাদের কথা খুঁজে নিন

   

আজ রাতে যদি বাস আসে...

সুন্দর সমর

আজ রাতে যদি বাস আসে... আজ রাতে যদি মৃত্যু নেমে আসে নিপুণ শিকারির মত তাহলে দুঃ খের তেমন কোনও কারণ হয়ত থাকবে না। অথবা যারা ভাবেন যৌবনের দিন ফুরাবার পরও যৌবন আছে যাদের পকেটে নানা অসুধ-বিসুধ চির যৌবন বটিকা আজীবনের সঞ্চয় ঘিরে থাকে তাদের ছায়া নেই এ অধম জীবনে। একটি বাস টার্মিনালে বসে আছি, জানি বাস আসবেই নিয়মের চাকা ধরে সময় ঘোরে বা ঘুরপাক খায় দিন রাত জড়ো হতে থাকে সকল হিসাব নিকাশ পাতা খসে পড়ে সবুজ রং বদলায় ঘাস ঢলে পড়তে থাকে এক সময় সবাই চলে যায় সবার চলে যেতে হয় বা সবাইকেই চলে যেতে হবে। আজ রাতে যদি সে বাস এসে দাঁড়ায় তাহলে তেমন দুঃ খের কারণ কিছু আছে বলে মনে পড়ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।