আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রন্ট পেইজ থেকে পোস্ট গায়েব, বিশাল হুলস্থুল ও সামহোয়্যারের একটি নতুন বাগের সন্ধান লাভ

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

প্রথমেই কর্তৃপক্ষকে কাঠগড়া থেকে মুক্ত করছি। কর্তৃপক্ষের আজকের ঘটনায় কোন দোষ নেই। তাদেরকে স্বসম্মানের সাথে জামিন দেয়া হলো। সাথে ব্লগে হুলস্থুল কান্ড করার জন্য আমি বিনীতভাবে ক্ষমা চাইছি। এই বাগটি সবার ক্ষেত্রে ফলবে কিনা আমার জানা নেই, তবে আমার ক্ষেত্রে এই ঘটনাটি আজকে সহ দু'বার ঘটেছে।

আরো ক'জনের ক্ষেত্রেও ঘটেছে বলে জেনেছি। বাগটির বর্ণনা: বাগটি শুরু হয় যখন একটি পোস্ট আমি প্রকাশ করি কিন্তু তা প্রথম পাতায় আসে না ("বাঁধ ভাঙ্গার আওয়াজ" এ টিক চিহ্ন থাকা সত্ত্বেও)। এমনকি আমার ব্লগের পেইজে গেলেও পোস্টটি আসে না। কিন্তু "ব্লগে প্রকাশ করুন" বাটনে চাপ দিলে ঠিকই দেখায় যে পোস্টটি প্রকাশিত হয়েছে এবং আপনার বন্ধুদের কাছে পোস্টটির লিংক মেইল করার পেইজটিও দেখা যায়। কিন্তু প্রথম পাতা বা আমার ব্লগে পোস্টটি অনুপস্থিত থাকে।

পরবর্তীতে আমি পোস্টটি আবার ব্লগে প্রকাশ করলে পোস্টটি ঠিকমতোই প্রকাশিত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা প্রথম পাতা থেকে গায়েব হয়ে যায়। প্রথমে আমি ভাবি যে পোস্টটিতে হয়তো কিছু আপত্তিকর ছিলো তাই মোডারেটররা পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু নোটিশবক্সে এ ব্যাপারে কোন নোটিশ আসে না বা কোন মেইলও আসে না। এর কারন কি? এর কারনটা হচ্ছে পোস্ট দ্বিতীয়বার প্রকাশের পর কোন কারনে পোস্ট এডিট করে সেইভ করলে "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর টিক চিহ্নটি উঠে যায় (কোন ভুলের কারনে নয়, স্বংয়ক্রিয়ভাবেই টিক চিহ্নটি উঠে যায় - আর এটাই বাগ)।

স্বভাবতই কোন ব্লগারের এটা খেয়াল করার কথা না। আর পোস্ট প্রথম পাতা থেকে সরে যাওয়া মাত্রই কোন এক ব্লগার মন্তব্যে বলেন যে পোস্ট প্রথম পাতা থেকে সরে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই তখন আমি ক্ষেপে যাই। কারন পোস্ট প্রথম পাতা থেকে সরে গেলো আর আমি কারনও জানলাম না, স্বাভাবিকভাবেই আগেই রাগটা মোডারেটরদের উপর ঝাড়ি। কিন্তু আজই এই ঘটনা আমার প্রথম ঘটেনি।

এর আগে এই পোস্টটির ক্ষেত্রে (সুপ্রিয় ছাগুরাম......শুধু তোমার জন্য) এই একই গটনা ঘটেছিলো। কিন্তু আজ যখন ফোনের মাধ্যমে কর্তৃপক্ষের কাছ থেকে জানলাম যে আমার পোস্ট মোডারেশনের স্বীকার হয়নি, আমি তাজ্জব হলাম! তাহলে এটা কিভাবে সম্ভব? আমি পুনরায় পোস্টে ফিরে গিয়ে দেখি যে, বাঁধ ভাঙার আওয়াজে টিক চিহ্ন গায়েব। কিন্তু আমি ভুলেও ঐ টিক চিহ্ন গায়েব করিনি। আমি আগে আমার যে পোস্টটি ঠিক একইভাবে সরে গিয়েছিলো ও অভিযোগ করে কোন ফল পাইনি তার কথা মনে করলাম। দু''টি ক্ষেত্রেই একটি ঘটনায় মিল ছিলো, আর তা হলো উভয়ক্ষেত্রেই পোস্টটি প্রথম চেষ্টায় প্রকাশ করা যায় নি।

কর্তৃপক্ষের মাধ্যমে আরো জানলাম যে অতীতেও নাকি ব্লগে এ ধরনের ঘটনা ঘটেছে। এমনকি আমি আগে যে পোস্ট সমস্যা হয়েছিলো সেই পোস্টে ঢুকে দেখি যে সেখানেও বাঁধ ভাঙার আওয়াজে টিক চিহ্ন গায়েব। আর তাই নিশ্চিৎরূপেই এটি সামহোয়্যারের একটি বাগ। মোডারেটদের আমরা অধিক পছন্দ করি, আর তাইতো তাদের আমরা কঠোর সমালোচনা করি। ব্লগে কিছু হলেই স্বাভাবিকভাবে আঙ্গুলটা প্রথমেই তাক করা হয় মোডারেটরদের দিকেই।

কিন্তু আজ, অন্ততঃ এই একটি ঘটনায়, মোডারেটরদের কোন দোষ নেই। আর তাই তাদেরকে মিছে মিছে হয়রানি করার জন্য দুঃখপ্রকাশ করছি। আমি প্রতিবাদস্বরূপ প্রথম পাতা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম তা তুলে নিলাম। ব্লগার অরণ্যচারীকেও অনুরোধ করছি প্রথম পাতা বর্জনের যে ঘোষণা তুলে নেবার। অনেকে ঘটনাটির প্রতিবাদ করে পোস্ট ও মন্তব্য দিয়েছেন।

সেগুলো বৃথা গেলো। তাদের কাছেও দুঃখ প্রকাশ করছি। মাঝখান দিয়ে পুরা ব্লগে একটা ঝড় বয়ে গেলো, পুরোদস্তুর বাংলা সিনেমা হয়ে গেলো যার নায়ক আমি! একটা বাগ ব্লগকে এমনভাবে কাঁপিয়ে গেলো যেমনটা একটা বাঘও পারবে কিনা সন্দেহ। তবে আজকের ঘটনাটা নিয়ে আমারও সন্দেহ ছিলো। কারন এতো তুচ্ছ একটা পোস্ট ফ্রন্ট পেইজ থেকে সরিয়ে দেবার আসলে কোন কারনই ছিলো না।

অনেক অনেক ধন্যবাদ জানা আপুকে। বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা না করলে আমি অন্ধকারেই থেকে যেতাম। আর একই সাথে দুঃখিত! বিষয়টা কি থেকে কি হয়ে গেলো। যাই হোক - "সব ভালো যার, শেষ ভালো তার। " বিঃ দ্রঃ যে পোস্টটি নিয়ে সমস্যা হয়েছিলো সেটা আমি আবার পোস্ট দেবো একটু পরেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.