আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-২ (শোনো!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

মেয়েঃ শোনো !! ছেলেঃ বল । ---(বিরতি) ---(বিরতি) ছেলেঃ কই কিছু শুনছি না তো? মেয়েঃ শুনবে কী করে? কিছু বলছি নাতো । ঃ বলছ না কেন? ঃ কেন বলব? ঃ মানে তুমিই ত’ বললে! ঃ আমি কী বললাম ? কখন? ঃ ঐ যে একটু আগে ! ঃ কী বল কীভাবে ? মাথা ঠিক আছে? ঃ মানে এটা কী বল? আমি কী ভুল শুনলাম? ঃ ভুল শুনতেই পারো.. এর আগে আরো কয়েকজনের সাথে যদি পার্কে এসে পিঠে পিঠ লাগিয়ে বসে থাকার অভ্যাস থাকে তাহলে ভুল শুনতেই পারো !! ঃ ব্যাপারটা এ্যাবসার্ড হয়ে যাচ্ছে কিন্তু ... ঃ এ্যাবসার্ড ? আমি এ্যাবসার্ড ! ঃ তোমাকে এ্যাবসার্ড বললাম কখন? ঃ এ্যাবসার্ড বলনি! কী মিথ্যা কথা রে বাবা! কার সঙ্গে প্রেম করি আমি.. (বলেই মেয়েটি উঠে হাঁটা শুরু করে.. .. ) ছেলেঃ আমি.. .. আমি.. .. কখন.. এ্যাব.. .এই শোন ! প্লিজ.. শোন ! (চলবে.. .. সংলাপটা নয় !! ওদের ঝগড়াটা !!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।