আমাদের কথা খুঁজে নিন

   

তপন বাগচীর কবিতা : যাত্রাকাহিনী ৬

কবিতা ও যোগাযোগ

যাত্রাকাহিনী : ছয় আজকের নবযাত্রাদিনে আমি তোমাকেই মেনেছি নায়ক ঘনঘোর রাত্রিপথে আমাকে কে সঙ্গ দেবে জানি না হদিশ সহে না সহে না আর একাকীত্ব-- বড় দায় যন্ত্রণাদায়ক কাছে এসে হাত ধরো, আনন্দে উঠুক মেতে ভরা মজলিশ। বুকের ক্রন্দন ঢেকে দুই চোখে মেখে নিই জলরঙধারা হাসির গমক বুঝি ঘাই মারে কারো কারো বন্ধ দরোজায় রাতের প্রহর কাঁপে, পেঁচকের ডাকে নাচে সবুজ পাতারা হ্যাজাকের নিবু আলো কোন দূরে ডেকে নিয়ে যায়! যে ছিল পরাণসখি, তারে আমি দিগ্বিদিক পাই নাই খুঁজে আমার কীসের দোষ, খিলিপান সাধে যদি অচেনা নাগর আমি তার হাত ধরে একা একা যেতে যাই খড়ের গম্বুজে আমি তো ডোবায় তুষ্ট, এনে দিতে বলি নাই অসীম সাগর। মঞ্চের মায়ায় নাচি, কোনোদিন হই নাই সলাজ নায়িকা নিজের কপালে মাখি একা একা অমোচনী বৈজয়ন্তী টীকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।