আমাদের কথা খুঁজে নিন

   

কুন পথে যাবো আমি কুনটা আমার পথ-২৪

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

রবিবাইরা দিন আছিলো। সক্কাল বেলা ঘুম থেইক্যা উইট্টা গেলাম কামে। দুই ঘন্টা কাম করতে হইবো তার পর ছুটি। চিন্তা করলাম হের পর নাকে মুকে তেল দিয়া ঘুমামু। কামে আইয়া দেহি আমার ম্যানেজার গোস্সা কইরা বইয়া আছে।

তারে জিগাইলাম কি হইছে? হে কয় তার বয়ফ্রেন্ড তারে ছাইরা গেছে গা। আমি চামে একটু চান্স লইলাম। তারে কইলাম তুর কেউ লাগলে আমি আছি তো। হে আমারে সুইট বেবি কইয়া এক্কেরে জরাইয়া লইলো। তার শইলের লগে আমার শরীল লাগানোর লগে লগে কেমুন আছি শইলের অঙ্গ প্রতঙ্গ বেশি একটু বারাবারি করবার চাইছিলো।

কাম করতাছি। হঠাৎ কইরা মনে পড়লো আইজকা আবার যাইতে হইবো মামার লগে দেহা করতে। দুই ঘন্টা কাম শেষ কইরা গাড়ী লইয়া গেলাম মামার বাসাত। ওম্মা মামা দেহি বাসাত নাই। মামী কয় কি খাইবা? আমি কইলাম নাস্তা দেন? তেনি লগে লগে ইংলিশ বেরেকফাস্ট দিলো।

খাইয়া একটু ঘুমানির ইচ্ছার কতা কইলাম। এর মধ্য মামতো বোইন আইলো। তার আবার বিয়া হইছে আমারি আপন খালতো ভাইয়ের লগে। তার চুকাচুকি হইতেই মনে পরলো তার হাতে কত হাত রাকছি তার কোলে কত শতানী ঘুমান ঘুমাইছি। আগে কি সুন্দর দিন কাটাইছি।

কিন্তু আইজ সে আমার ভাবী। ভাবী মায়ের সমান বেশি কথা আমি কমু না। মামা আইলো। তিনি একটু পেরেশান। আমার খালতো ভাই নাকি আবার দুইদিন ঘরে আহে নাই।

তাই তিনি এবং তার বউ এবং আমার ভাবী বেশ চিন্তিত। মনে মনে আমি কান্দি। আমার লগে বিয়া দিলে এই রহম হইতো না। মামা কইলো তারে একটু খুইজা বাইর করো। কিন্তু আমি তো তারে খুজুম না।

কারন দুই ভাই মিল্লা আমার ঘরে মাল খাইছি দুই দিন, মাগার আমি তো আর জানি না মাল খাওনের পর সে কুথায় আছিলো। সে যে দুই দিন ঘরে যায় নাই তা আমি জানি না। আমি লগে লগে মামারে কইলাম আইয়া পড়বো মনে হয় কামে গেছে বাইরে। মামা কয় তার ফুন বন্ধ তার কি কুনু আক্কেল নাই সে একটা ফুন তো করতে পারে। আমি কতা না বারাইয়া আইচ্ছা ঠিকাচে কইয়া আইয়া পড়লাম।

ঘরে যাইতেই দেহি হে আমার লাইগা ওয়েট করতাছে। জিগাইলাম কই আছিলি? দুই দিন ঘরে যাস নাই কেন? হে কিছু কয় না। একটু ধমক মাইরা কইতেই কয়, আবে হালার বিয়া করছি আমি হে আমার বউ, আমার শাশুরী কি ঠিক কইরা দিবো নাকি আমি ঘাটের কুন পাশে ঘুমামু!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।