আমাদের কথা খুঁজে নিন

   

'খুশির ঈদের দিনে তোমার জন্য''



আজ এই অফুরান্ত খুশির দিনে, তোমার জীবনে বয়ে আনুক অন্তহীন ফুলের পাঁপড়ির রকমারি নঁকশির উত্তাল ঢেউ। পরতে পরতে জলের সিগ্ধন ভাঙগা হাসির পষলা ছিপ ছাপ দেহ মন ! গোছানো কেশ বাহারি রূপ টুম টাম নূপুড়ের ছন্দ তুলে মুচকি হেসে! তোমার স্পর্শ হৃদয় কাপানো ...........। অচিন কুমারী তবু রাঙগা মেহেদী হাতে ঈদের দিনে প্রান শীতল বিলায় আমি তখন দ্বিতীয় ওপঞ্চমা তুলে বসন্তের কাশফুল হারানো বর্ষার মত একটুহাসি। ময়না কোকিলের সকল প্রিয় জন মিলে নীড়ে ছন্দ তুলে দুপূরে কিশোরির নুপূড়ে, রাখালের বাঁশির সুরে গোঁধুলী যখন গোমটাদেয় তখন মনে হয়। যদি পেতাম তারে জড়িয়ে চুম্বন করতাম রাখব হৃদয়ের আনন্দের ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।