আমাদের কথা খুঁজে নিন

   

দেশ আজ রক্তাক্ত হচ্ছে: কাঠাল গাছে ঝুলছে গোস্তের ঠ্যাং

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সকাল থেকেই কাটা কাটি, কোপা কুপি চলছে। মানুষের সফেদ পোষাকে আজ ঝরঝরে রত্তের দাগ। পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সকলে মেতেছি আজ জবাই অনন্দে। ছোরার আগা থেকে টপ টপ করে ঝরে পড়ছে ফোটায় ফোটায় রক্ত।

নালা নর্দমায় রক্তের নহর। আম গাছ কাঠাল গাছে ঝুলছে গোস্তের ঠ্যাং। দেশের মানুষ টয়লেটে গিয়া হাগা শিখছে এইতো কিছু দিন আগে, আশা করি আর এক জেনারেশন পর তারা গরু ছাগল কাটবার জন্য নিদৃষ্ট কসাই খানার ব্যাবহারও শিখে যাবেন ইনশাআল্লাহ্। ততদিন হয়ত আমরা কেউ থাকবো না। তাতে কিছু আসে যায় না, তবুও মানুষের শুভ বুদ্ধির উদয় হোক।

উন্মুক্ত এই হত্যা উৎসবের একটা সুরাহা হোক। ততদিন পর্য্যন্ত ব্লগ বাসী সকলকে আন্তরিক ভাবে "জবাই মোবারক"। ভাইলোগ, কাইট্টালাও কোবাইয়া হালাও বেবাক!! ঈদ মোবারক!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।