আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের জন্য একটা কোরাস গান লিখলাম. গানওয়ালারা একটু দেইখেন, পারলে শাহবাগ বাসীর জন্য একবার গাইয়েন

শুন্য থেকে শুরু করলাম.।.।.।.।.। আজ জেগেছে বাংলাদেশ, রক্ষা তোদের নাই আল্লাহর নামে কসম নিলাম, ছাড়াছাড়ি নাই হিন্দু-মুসলিম বুঝি না, সবাই ভাই ভাই বাংলাদেশের মাটিতে রাজাকারের ঠাই নাই [কোরাস] ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই... এক দফা, এক দাবী, রাজাকারের ফাঁসি চাই...’ রক্ত যখন দিয়েছি, এবার আরও রক্ত দেব রক্তের দাম শোধ করে, তবেই ঘরে যাব মায়ের দোয়া সাথে আছে, ভয় আমাদের নাই রক্তে ভেজা বাংলাদেশে রাজাকারের ঠাই নাই [কোরাস] ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই... এক দফা, এক দাবী, রাজাকারের ফাঁসি চাই...’ রাজপথে নামছি যখন, ফেরার জন্য আসি নাই একাত্তরের রক্তের দাগ, আজো কিন্তু শুকায় নাই রক্তচোষা হায়েনারা, এবার তোদের রক্ত চাই লাখো শহীদের বাংলাদেশে রাজাকারের ঠাই নাই [কোরাস] ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই... এক দফা, এক দাবী, রাজাকারের ফাঁসি চাই...’

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।