আমাদের কথা খুঁজে নিন

   

গরু আর গরুর হাট

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

সবসময়ই কোরবানীর আগে গরুর হাটে যাওয়া হয় গরু কিনতে, এবারও তার কোন ব্যাতিক্রম হচ্ছে না। এবার নাকি গরুর দাম বেশ লম্বা চওড়া! তবু কী আর করা। যাচ্ছি এখন; ইন্ডিয়ান, বাংলাদেশী, পাকিস্তানী আর অষ্ট্রেলিয়ান সব জাতের গরু-ই হাটে দেখা যায়, বিভিন্ন জাতের এত্ত এত্ত গরু দেখতে বেশ ভালই লাগে। আর ভাল লাগে গরুকে নিয়ে টানাটানি আর গরু গরু বলে মানুষের চিৎকার চেঁচামেচি। গত বারের হাটের একটা মজার ঘটনা মনে পড়ে গেল, একটা বিশালদেহী মহিলা হাটে এসেছিলেন গরু কিনতে, আহারে কী কান্ড! কতগুলো বদ্র (ভদ্র নয় এমন) ছেলের দল, তাকে নিয়ে কী কান্ডই না করলো, ক্ষেপাল তাকে বেশ, কিন্তু তার মনে যে সেই রেশ রয়ে গিয়েছিল তা বুঝলাম যখন আমি গরু কিনতে যেয়ে ক্লান্ত হয়ে বাঁশের উপর বসে গান গাচ্ছিলাম; গান গাইতে গাইতে তার দিকে তাকাতেই সে তেড়ে বেড়ে এসেছিল আমাকে মারার জন্য, ওরে ভাই বিপদেই পড়ে গিয়েছিলাম; সে ভেবেছিল আমি সেই দুষ্ট দলের একজন........হাহাহা।। সব্বাইকে আগাম ঈদ শুভেচ্ছা।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।