আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-১ (রামছাগল)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

মেয়েঃ এই তুমি গরু না ছাগল? ছেলেঃ মানে? ঃ সামনে কোরবানী ঈদ । কোনটা দিচ্ছ? ঃ ওহ্! তাই বল ! শুরুতে এভাবে বললে কেন? আমাকে কী গরু ছাগল মনে হয়? ঃ কিছুটা... ঃ মানে? ঃ মানে গরু খুবই উপকারী প্রাণী! তুমিও মানুষের উপকার করতে ভালবাস । আর ছাগলও খুব একটা খাবার না পেলে দিন চালিয়ে নিতে পারে.. .. ঠিক তোমার মত তুমি কোন রেস্টুরেন্টে যেতে চাও না! ঃ ঠিক আছে। আমি গরু আমি ছাগল.. .. কিন্তু তোমার দরকার রামছাগল.. .. যে নিজেও খাবে... তোমাকেও রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে.. .. ঃ এভাবে অপমান না করলেও পারতে.. .. ঃ ও এখন গায়ে লেগে গেল.. .. আমাকে গরু-ছাগল বললে যে তখন? ঃ সত্যি সত্যি কী আর বলেছি .. .. আদর করে বলেছি.. ঃ আদর করে গরু-ছাগল ? আর কী কী ডাকতে পারো আদর করে.. .. ঃ তুমি ত’ রেস্টুরেন্টে নিতে চাও না... .. .. নিয়ে গেলে “রামছাগলই” ডাকতাম !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।