আমাদের কথা খুঁজে নিন

   

নূর হোসেন, তুমি ক্ষমা করে দাও, আমরা যে মৌসুমী চেতনার ক্ষয়িষ্ণু ধারক!!!



আহা কি আনন্দ। আজকের এই দিনে সবচে বিস্ময় হলো চেতনাবাজ ব্লগার গন। মহামতি মৌসুমি চেতনাধারীদের আজ ৫ পাতা খুঁজেও একটা পোষ্টা পেলাম না। ধন্য ধন্য!!!!! একটা যাও পাওয়া গেল সেটি আবার এনজিওর দালালী দোষে দুষ্ট! তবে কি আমরা এমনই!!! সবাই তো নয়। তবে আজকের এই দিবস এভাবে যায় কেন? মহাজোটে স্বৈরাচার গেল বলেই! যদি চারদলে যেত তবে বোধকরি মৌসুমি চেতনাবাজরা এতক্ষনে ব্লগ ভাসাইয়া ফালাইতো.... জয়তু চেতনা!!! জয়তু বাস্তবতা!! ঢাকা,ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের 'স্বৈরাচারী' সরকারের পতন দিবস শনিবার।

এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটার পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন। বিএনপি দিনটি পালন করে 'গণতন্ত্র' দিবস হিসেবে এবং আওয়ামী লীগ 'গণতন্ত্র মুক্তি' দিবস হিসেবে। এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আলাদা বিবৃতি দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এরশাদ ক্রমশ আবার রাজনীতিতে 'পুনর্বাসিত' হয়েছেন এবং তার বিরুদ্ধে একসময় আন্দোলনকারী প্রধান দুই দলই তার সঙ্গে ঘনিষ্ঠতার উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত।

------- জয়তু চেতনা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।