আমাদের কথা খুঁজে নিন

   

একটি আষাড়ে গল্প

ওয়াসিকুজ্জামান অনি

আজ সকালের প্রথম আলোটা হাতে নিয়ে ছানাবড়া চোখে হেডলাইন গুলো দেখছিলাম। যাক বাবা দেশ অনেক বদলে গেছে। তার কিছু নমুনা আপনাদের না জানিয়ে পারছিনা- ১। শেখ হাসিনা আর খালেদা জীয়া হাত ধরা ধরি করে রমনা পার্কে হাটা হাটি করেছেন। তার আগেরদিন তারা একসাথে বংগবন্ধু আর জীয়ার মাজার পরিদর্শন করেন।

২। জেনারেল এরশাদ এ পর্যন্ত যে পরিমান দেশের সম্পদ লুটপাট করেছিলেন তার সব সরকারী কোষাগারে জমা দিয়েছেন। ৩। সকল দলের সব দুর্নিতিবাজ রাজনৈতিক নেতা, আমলা ও সরকারী কর্মকর্তারা তাদের সকল আত্মস্বাতকৃত সম্পদ সরকারি কোষাগারে জমা দিয়ে আর ভবিষ্যতে সৎ থাকবেন এই বলে মুচলেকা দিয়েছেন। ৪।

পুলীশ বাহিনি দেশের সকল রাজাকার আর যুদ্দ্বপ্রাধীদের গ্রেপ্তার করেছে। ৫। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর রাজনিতি করবেন না বলে অংগিকার করেছেন। ৬। সরকার তেলের দাম ৫০% শতাংশ কমিয়েছে।

যার ফলে যানবাহন ভাড়া আর দ্রব্যমুল্য মানুষের ক্ষমতার মধ্যে চলে এসেছে। ৭। ক্রিকেট দলের খেলোয়াড়রা তাদের পার্ফরমেন্স অনুযায়ি বেতন নিতে আবেদন করেছেন। আই সি এল খেলা খেলোয়াড়দের উপর হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ৮।

সেনাবাহিনি ব্যরাকে ফিরে গেছে। ৯। রাজনৈতিক নেতারা আর ছাত্রদের ব্যবহার করবেন না বলে অঙ্গিকার করছেন। ছাত্রনেতারা অস্ত্র জমা দিয়ে পড় লেখায় মননিবেশ করেছে। আমি আর পড়তে পারছিনা।

আহা আমাদের দেশটা কত সুন্দর হয়ে উঠছে। চোখের চশমাটা ঝাপ্সা হয়ে আসছে ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.