আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন কাউ পারচেজ কনসালটেন্সি সেন্টার: সিজনাল আয়ের নব দিগন্ত (ফানি)


পটভূমিঃ গতকাল গেছিলাম হাটে গরু কিনতে। বছরে যারা মাত্র একবারের জন্য ওমুখো হয়, হাটে তাদের কি দশা হয় তা মনে হয় সবারই জানা। হাটে বিক্রেতাদের দাপটেই টেকা দায়! তার ওপর আছে ঠগ দালালের দৌরাত্ম। তারা হুট করে এসে এমন একটা দাম বলে বসবে যে আপনার দরদামের রাস্তাই বন্ধ হয়ে যাবে (এটা বিক্রেতার সাথে দালালদের গোপন সমঝোতা যাতে ক্রেতা আর দাম কম বলতে না পারেন)। এ বিপদ এড়াতে অনেকেই দেখলাম সাথে পরিচিত কষাই টাইপ সঙ্গি নিয়ে হাটে এসেছেন।

আমরাও অনেক ঘুরে যখন হতাশ হয়ে কালকের মত ক্ষান্ত দেব ভাবছি, তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন আমাদের এলাকার এক কষাই। তাঁর কৃপায় আমরা শেষে গরু কিনে ফিরতে পেরেছি। মূল কথাঃ হাটে ঘুরতে ঘুরতে একটা আইডিয়া মাথায় এল। একটা সিজনাল গরু কেনার অনলাইন পরামর্শ কেন্দ্র খোলা গেলে কেমন হয়!!! ব্যাপারটা হবে এরকমঃ একটা অস্থায়ী অফিস নিতে হবে (কয়েক দিনের জন্য। ভাল হয় যদি নিজের বাসাতেই করা যায়।

তাহলে অফিতের ভাড়া বাঁচে)। কয়েকজন অভিজ্ঞ কষাই ও দালাল নিয়ে একটা কনসালটেন্ট প‌্যানেল তৈরী করা হবে। থাকবে কয়েকটা হাই রেজুলেশন মোবাইল ফোন এম,এম,এস রিসিভ করার জন্য। আর একজন থাকবে যার কাজ হল এম,এম,এস গুলো অনারেবল () কনসালটেন্ট প‌্যানেলকে দেখানো। হাটে মাঠে ঘাটে, টিভি তে, ডিশে "অনলাইন কাউ পারচেজ কনসালটেন্সি সেন্টার" র এ্যাড দিয়ে নির্দিষ্ট কিছু নাম্বারে এম,এম,এস এর মাধ্যমে গরু কেনার অনলাইন সমাধানের তথ্য প্রচার করতে হবে।

অনভিজ্ঞ ক্রেতা যারা সম্ভাব্য গ্রাহক হতে চান তাঁদেরকে হাটে যাবার আগে রেজিস্ট্রেশন (কনসালটেন্সি ফি বলা যায় ভদ্রভাবে) করে নিতে হবে। এরপর ক্রেতার কাজ হবে হাটে গিয়ে পছন্দের গরু আর ছাগুর ছবি তুলবেন মোবাইলে এবং তা এম,এম,এস করে পাঠিয়ে দেবেন কনসালটেন্সি সেন্টারে। (বিঃদ্রঃ আদ্যিকালের মোবাইল নিয়ে গেলে হবেনা। লেটেস্ট হাই রেজ্যুলুশান ক্যামেরা মোবাইল নিতে হবে। ছবির মান খারাপের জন্য মূল্য নির্ধারণে সমস্যা হলে কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী না) কনসালটেন্ট প‌্যানেল এম,এম,এস দেখে গরু/ছাগুর দাম নির্ধারণ করে জানিয়ে দেবেন।

ব্যাস্ ক্রেতাও খুশী আর কনসালটেন্ট এরও টুপাইস উপরি কামাই। আসন্ন ঈদকে সামনে রেখে আমারা কিছু আয় যাতে করতে পারি, সাথে অনভিজ্ঞ ক্রেতারা যেন হয়রানির শিকার না হন তাই আমার এই পরামর্শ। সবার ঈদ ভাল কাটুক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।