আমাদের কথা খুঁজে নিন

   

হাফ ডজন দেশী জোকস্

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

১. পাহারাদার নিয়োগ জেলখানায় পাহারাদারের চাকরির জন্য এক প্রার্থীর ইন্টারভিউ হচ্ছে। অফিসার : জেলখানার ভেতরে যারা আছে, তারা ভীষণ দুর্দান্ত চরিত্রের মানুষ তাদের তুমি কন্ট্রোল করতে পারবে? প্রার্থী : পরব না মানে, বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে জেলখানা থেকে বের করে দেবো। ২ বেতন অফিস কর্মকর্তা : আপাতত আপনার বেতন তিন হাজার টাকা; ৬ মাস পরে হবে পাঁচ হাজার। চাকরি প্রার্থী : তাহলে ৬ মাস পরেই জয়েন করব; এখন আসি । ৩. পুলিশ ও আসামি আসামি : স্যার, আপনি এখানে একটু দাঁড়াবেন ওই দোকান থেকে একটা পান খেয়ে আসি।

পুলিশ : আমাকে এত বোকা পেয়েছিস তুই পান আনতে গিয়েই ভাগবি সেটা হবে না বরং তুই এখানে দাঁড়া আমি পান এনে দিচ্ছি। ৪. চোর ও ভদ্রলোক গভীর রাতে এক ভদ্রলোক তার খাটের নিচে চোরকে লুকিয়ে থাকতে দেখে অবাক হলেন সঙ্গে সঙ্গে তিনি চোরটিকে ধরে ফেললেন তারপর... ভদ্রলোক : এই ব্যাটা, তোর এত বড় সাহস, আমার বাসায় চুরি করতে ঢুকেছিস। চোর : আমি চুরি করতে আসিনি স্যার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে এসেছি। ভদ্রলোক : তোর বন্ধুরা কই? চোর : পাশের বাড়িতে ডাকাতি করছে। ৫. সঙ্গীত চর্চা কয়েক বছর ধরে সঙ্গীত চর্চার পর হতাশ হয়ে একদিন ছাত্রটি তার ওস্তাদকে বলল : ওস্তাদজি, সত্যি কি আমার গান শেখা হবে না? এ গলা কি জীবনে কোন কজে লাগবে না? ওস্তাদ : কে বলেছে লাগবে না, বাড়িতে যখন আগুন লাগবে অথবা ডাকাত পড়বে, তখন নিশ্চয়ই কাজে লাগবে।

৬. ট্রান্সলেশন শিক্ষক ক্লাস নিচ্ছেন; এক পর্যায়ে জৈনক ছাত্রকে প্রশ্ন করলেন শিক্ষক : ট্রন্সলেশন কর। রহিম পানিতে ডুব দিল কিন্তু আর উঠল না। ছাত্র : He was died. শিক্ষক : What? ছাত্র : স্যার, সে তো আর উঠেনি, তাহলে নিশ্চয় মারা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।