আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১!! ১৬ ডিসেম্বর!!

সবাইকে রমজানের শুভেচ্ছা.....

আসিতেছে!! আসিতেছে!! ১৬ ডিসেম্বর!!! আমাদের প্লেগ্রুপ পড়া পোলাপানদের জন্য অ্যানুয়াল খেলার দিন , বিজয় দিবস!! আমাদের জন্য ঘুম। বিজয় দিবস!!!??? বিজয়? হয়েছে? ৩০ লাখ শহীদের রক্তে শ্বাণিত, বিজয়!! হয়েছে??? সেদিন দেখলাম মুক্তিযোদ্ধা কাদছেন। বিজয় !! হয়েছে??? বিরাঙ্গনারা কাদছেন। হায় হায়। বিজয়!! হয়েছে?? আরে হবে হবে।

কবে??? আমরা ভয় পাই। বুকের রক্ত শুকিয়ে যায়। আমরা বিজয় চেয়েছিলাম। হয়েছে?? ১৫কোটি মানুষের ৩০কোটি হাত, কাপে, ভয়ে। বলেন তো বিজয় কি হয়েছে? কিছু করতে পারেনা এই হাত? " বাংলাদেশে ভাই লাইফ হয়? লাইফ বানাতে বিদেশ যেতে হয়?" বড় হাত গুলো চলে যায় বাইরে!!! পেছনে পড়েথাকে, বিজয়!! হয়েছে?? ৩০লাখ বুকের রক্তে শ্বাণিত বঙ্গোপসাগর।

আর বিজয়? সাগরের পানিতে ভেসে চলে যায়। হা হা হাহ!! বিজয়!!! রক্ত!!! মাথাগরম!!! গুলি!! নিসানা!! রাইফেল!! একে!!! এম ৪!!! ব্লা ব্লাহ ব্লাহ!!! জাতীর বিবেকের কাছে প্রশ্ন!!!???? আপনারাই বলেন!! হয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।