আমাদের কথা খুঁজে নিন

   

অল্পের জন্য বেঁচে গেলেন ১১জন তরুণ ক্রিকেটার!

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

সাত সকালের ঘুমের মায়া ত্যাগ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় হাজির হয়েছিলেন সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ দলের ক্রিকেটাররা। ইয়ং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে সিলেট জেলার বিপে ম্যাচ। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশ নিতে ভোর ৬টা ৪০ মিনিটেই সিলেটের পথে রওয়ানা হয় সুনামগঞ্জ জেলা দল। ক্রিকেটারদের বহনকারী মিনিবাস দিরাই-সিলেট সংযোগস্থলে মদনপুর নামক স্থানে আরেকটি মিনিবাসকে অতিক্রম করছিল। এসময় দিরাই রোড ধরে আসা মাছবাহী একটি ট্রাক পাশ থেকে ধাক্কা দেয় ক্রিকেটারদের বহনকারী মিনিবাসকে।

দলে কোচ গোলাম সাবেরিন সাবু জানান, তাদের গাড়ি উল্টে যাবার উপক্রম হয়েছিল। এসময় পাশে থাকা অন্য মিনিবাসের সাথে ধাক্কা লাগে তাদের বাসের। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে যান সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ জেলা দলের ক্রিকেটাররা। দুর্ঘটনার সময় বাম পাশে অন্য মিনিবাস না থাকলে তাদের মিনিবাস পাশ্ববর্তী খাদে পড়ে যেত। মদনপুরের সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সুনামগঞ্জ দলের ৬ জন ক্রিকেটার।

তার মধ্যে চোটের পরিমাণ বেশি দলের ক্যাপ্টেন মুশফিকুর রহমান ও উইকেটরক রাজন দেবনাথ সাজুর। তাছাড়া ইনজুরির শিকার হয়েছেন দলের আরো চার ক্রিকেটার কাওসার, দিপু, রনি ও লিপন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো আঘাতই মারাত্মক নয় বলে জানিয়েছেন দলের কোচ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.