আমাদের কথা খুঁজে নিন

   

পূণ:পনিক শূণ্য শূণ্য শূণ্য

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

বেশ কিছুদিন ধরেই এমন হচ্ছে , এমন বোধ হচ্ছে । স্রেফ 'শূণ্য' । ব্লগে বসি , ২-৪ পেজ ইতিউতি করি , পচ্ছন্দ হলে লেখা পড়ি ।

এরপর পড়া শেস হলে ব্লগ নাড়াচাড়া করে যখন নতুন ব্লগ লিখতে বসি তখনি শুরু হয় এই বোধ, শূণ্য লাগে , সব শূণ্য লাগে । মাথা ভার হয়ে থাকে , কি-বোর্ড থেকে অক্ষর গুলো আমার দিকে তাকিয়ে থাকে, যেন বলে তোমার আঙ্গুল গুলোকে সচল করো, স্পর্শ করে যাও আমাদের । কিন্তু খুব অসাড় লাগে , শূণ্য ব্লগের শূণ্য পাতার দিকে শূণ্য দৃষ্টি........... না , সব সময় এমন তো ছিল না । বেশ কিছূদিন যাবত এই দুর্বোধ্য অবস্থা । কি করি ভেবে পাই না ।

খুজে পাইনা মনের মাঝে জমে থাকা সব অগোছাল কথা, লাগামহীন নানা ভাবনা । সেই শূণ্যতা আর কাটে না , একসময় ঝিমিয়ে যাই । ঘোর ঘোর ভাব নিয়ে , এক বুক শূণ্যতা নিয়ে সরে যাই । তখন দূরে, খুব দূরে কোথাও থেকৈ ভেসে আসে শম্ভু মিত্রের কণ্ঠ, আর কানে বাজতে থাকে তার আবৃত্তি করা একটা কবিতা........................... খুব মনোযোগ দিয়ে আমি শোনার চেষ্টা করি সেই কবিতা.... খুব আস্তে কানে আসে.. যাবে নাকি হারিয়ে, মাঠ ঘাট পাহাড় ছাড়িয়ে ...... যেথায় শিমুল গাছের সাথে............. এটা যেন কার কবিতা ? পূণ:পনিক শূণ্য শূণ্য শূণ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।