আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করে

আমি এমন কেউ না। খুব সাধারণ মানুষ। তোমার মত, তোমাদের মত। হাসি খুশি থাকি, আনন্দে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে হতাশ হয়, অভিমান করি।

ভাবি বেঁচে থেকে কি হবে। একসময় নিজের ভুল বুঝতে পারি। নিজের মাথার পিছনে আনমনে হাত রাখি। মুচকি হেসে ভাবি, এত ভালবাসা আমি কোথায় হাটতে ইচ্ছে করে, নদীর পাড় ধরে সাঁঝের বেলায় হাটতে ইচ্ছে করে । কিংবা কোন খোলা মাঠের মাঝখান দিয়ে হাটতে ইচ্ছে করে।

হাসতে ইচ্ছে করে, ক্লাশের ফাকে বিরতিতে কিংবা কমেডি মুভি দেখে হাসতে ইচ্ছে করে। গাইতে ইচ্ছে করে, লোডশেডিং এ ছাদে দাড়িয়ে রাতের বেলায় গলা ছেড়ে বেসুরে গলায় কিংবা ভরদুপুরে পিচঢালা পথে ঘামতে ঘামতে গুনগুন করে গাইতে ইচ্ছে করে। কিছু ভাল লাগা, ভালোবাসা কিংবা হৃদয় ছোঁয়া কথা বলতে ইচ্ছে করে। কাঁদতে ইচ্ছে করে, ঠোঁট চেপে প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও না পেরে কিংবা হাঁটুতে মাথা রেখে হু হু করে কাঁদতে ইচ্ছে করে। ভালবাসার মানুষকে কি বলে সম্বোধন করতে ? প্রিয়তমা, জানেমান এইসব।

আমি জানিনা সে কোথায় আছে, কিভাবে আছে? আমার স্মৃতি তার মনে এতটুকু জায়গা দখল করতে পেরেছে কিনা জানিনা। অথচ আমি..................................................................................... .............................................................................................................................................................................. এখনো তার স্মৃতিটুকু নিয়ে আছি। মনে হয় এইত সেইদিনের কথা । সে চলে যাচ্ছিল তার পছন্দের মানুষের কাছে। সূর্য কি একটু নিস্প্রভ ছিল? বাতাস কি স্তব্ধ ছিল? প্রকৃতি কি খানিকটা হলেও বিষণ্ণ ছিলনা? আমার হাতের ছোট গোলাপ তার কাছে হয়তো অনেক ছোট মনে হয়েছিল।

সে কি কখনও জানতে পারবে আমার হৃদয় এর পরিসর কতটুকু? আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাবার সময় একবার ও যদি ফিরে তাকাত দেখতে পেত রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় একটা মানুষ পড়ে আছে। অথচ তার হাতে এখনো অক্ষত রয়েছে একটা গোলাপ, ভালোবাসার পবিত্র চিহ্ন। গত ৩ মাস ধরে একটা ফিনাইলের গন্ধময় পরিবেশে বিকট শব্দ করে ঘোরা ফ্যানের নিচে ধবধবে সাদা এক বেডে শুয়ে আছি। গায়ের উপর সাদা চাদর। মুর্দা বলে মনে হয়।

আসলেই ত তাই, এতটুকুও বলতে পারিনা, "কেউ ফ্যানটা বন্ধ কর"। অনেক কিছু ইচ্ছে করে, হাসতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, চিৎকার করে কাদতেও ইচ্ছে করে। কোন এক পাহাড়ের চূড়ায় দাড়িয়ে প্রিয়মানুষটার হাতের উলটোপিঠে চুমু দিয়ে কিংবা কোন ব্যস্ত মহাসড়কের পাশে কোন খোলা জায়গায় তার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল দিয়ে ভালবাসতে ইচ্ছে করে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.