আমাদের কথা খুঁজে নিন

   

রেডিওতে গানের গীতিকার সুরকারদের নাম বলে না - এটা অন্যায়

সহজ মানুষের মতন করে দেখতে চাই

এফ এম রেডিও গুলোতে এত গান বাজায় কিন্তু সুরকার গীতিকারের নাম বলে না। কন্ঠ শিল্পীর নাম কখনো বলে কখনোবা বলে না। অথচ গীতিকার আর সুরকারই হোল এই সৃজনশীল কাজের স্রষ্টা। বাংলাদেশের আইন - কপিরাইট এ্যাক্টে সংগীত সৃষ্টিকর্মের মালিকানা দিয়েছে যৌথ ভাবে গীতিকার আর সুরকারকে। আমি জানিনা রেডিওতে গান বাজানোর জন্য এর মালিকরা (গীতিকার ও সুরকার) কোন অর্থ মূল্য পায় কিনা। মনে হয় পায় না। যেখানে তাদের নামটা উচ্চারন করে স্বিকৃতী দেয়না সেখানে টাকা দেবারতো প্রশ্নই উঠেনা। সংগীততো আমাদের একটা সমৃদ্ধ সম্পদ। তার স্রষ্টা গীতিকার আর সুরকারদেরকে এভাবে অবজ্ঞা করাটা বড়ই অন্যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.