আমাদের কথা খুঁজে নিন

   

যখন সমস্ত আয়োজন ব্যর্থ হলো......



পরীক্ষা থাকলে ঘুমটা বড্ড বেড়ে যায়। তাও যদি ম্যাথ এর মতো বিদঘুটে কোনো সাবজেক্ট হয়!! ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলাম একমাত্র গণিতের হাত পাকা বলে....কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথ ব্যাপারটা যে হাসি খেলা নয় তা তো বুঝে গেছি ভার্সিটির ক্লাস করার পর থেকেই। স্কুল-কলেজের সাজেশান ভিত্তিক পড়াশুনাটা এখানেও আয়োজন করা যায় কিন্তু সে আয়োজন ব্যর্থ হয়ে যায় প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথেই। যাই-হোক, যা বলছিলাম। আজ একটি ম্যাথ কোর্সের ফাইনাল ছিল।

গতকাল থেকে পড়াশুনা খুব একটা করি নি। তাও যখন করতে বসলাম তখন চোখ জুড়ে আসলো ঘুমের দেবতা। ঘুম থেকে যাতে তাড়াতাড়ি উঠতে পারি তাই রুমের লাইটটা ওন করেই ঘুমিয়েছি। সাথে মোবাইলে এলার্ম দিয়েছি ভোর ৫টায়। ভোর থেকে ম্যাথ করবো সেজন্যই এতো আয়োজন।

কিন্তু সে আয়োজনও ব্যর্থ। এটার্মের আওয়াজটা কখন শুরু হলো এবং কখন শেষ হলো টেরও পেলাম না!!! ঘুমটা ভাঙলো যখন ঘড়িতে ৮টা। দৌড়াদৌড়ি করে ভার্সিটি রওনা দিলাম। গ্রুপে বসে যদি দু-একটা নিয়ম করা যায়!!! গিয়ে সবাই মিলেই বসলাম। আমার হাবা-গোবা টাইপ প্রশ্নে বন্ধুরাও হতাশ! ! ! তারাও বলে উঠলো, ধুর্ শালা যা তো....তোকে বোঝাতে গেলে এখন আমরাও কনফিউজ হয়ে যাবো...... কি আর করার...গ্রুপে পড়ার আয়োজন টাও ব্যর্থ।

শেষমেষ পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে এক বন্ধু পাশে বসলো। বললাম, দোস্ত সিস্টেমটা আমাকে ধরিয়ে দিস...তাহলেই আমি বাকিটা করে ফেলতে পারবো। বন্ধুও সহযোগিতার আশ্বাস দিলো। শেষবারের আয়োজনটা বন্ধুকে পাশে বসিয়েই করলাম। পরীক্ষা শুরু।

৭টা অংক....দিতে হবে পাচটা......প্রশ্ন পেয়ে দেখি একটি মাত্র পারবো। ভাবলাম কনো সমস্যা নেই। বন্ধু আছেই পাশে হাত বাড়িয়ে। শুধু সুযোগের দরকার। নিজের পারাটা করলাম।

স্যারের কঠিন চক্ষু ফাকি দেবার এক আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। রাত থেকে আয়োজন করে আসছি। পরীক্ষা ভালো দেবার আয়োজন। সব আয়োজন গুলো ব্যর্থ হয়েছে। এটি হচ্ছে শেষ।

শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু সমস্ত আয়োজন ব্যর্থ হলো.........বন্ধুর খাতায় দেখার দায়ে বন্ধুকে উঠিয়ে নিয়ে গেলো আমার কাছ থেকে। আমি একা বসে রইলাম। অবাক হয়ে দেখলাম বন্ধুর চলে যাওয়া। যখন সমস্ত আয়োজন ব্যর্থ হলো তখন অসহায় দৃষ্টিতে খাতাটা জমা দিয়ে বেরিয়ে পড়লাম।

মনে মনে ভাবলাম, দোষ তো আমারই,...... সমস্ত আয়োজন ব্যর্থ হবার পর....ব্যর্থতা তো আসবেই.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।