আমাদের কথা খুঁজে নিন

   

-: স্বপ্নগুলো ধূসর থেকে ধূসরতর :-

ভালো লাগে লিখতে তাই লিখি..............

ভালোবাসাকে পুঁজি করে রঙ্গিন আশা দিয়ে কল্পলোকের মাঝে স্বপ্ন বুনতে শিখি একদিন তাকিয়ে দেখি দূর দিগন্তের শেষে স্বপ্নগুলো হাতছানি দিয়ে ডাকে সেই পথ অনুসরনরত ছুটে চলি.... তারপর একটা সময় যখন- বহুপথ পারি দিয়ে বড় ক্লান্ত দূরত্ব কেবল একটুখানি বাকি হঠাৎ সব এলোমেলো ছাই রাঙ্গা আকাশে স্বপ্নগুলো ধূসর থেকে ধূসরতর আলো-ছায়ার খেলা নিভে গিয়ে গাড় নিকষ অন্ধকার বজ্রাহত জীবন আমার স্বপ্নগুলো মলিন নিরাকার । সুখ পাখি চলে গেল অনেক অনেক দূরে ফেলে গেল একাকী যন্ত্রণার নীল সীমান্তে । অতল আঁধারের মাঝে হারিয়ে যেতে যেতে জীবনের জল ছবি বিবর্ণ, নিজের অজান্তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।