আমাদের কথা খুঁজে নিন

   

আমি বলি পরগাছা

জ্ািননা

অনেকটা বেলা হল ... জীবনের বাকগুলো বুঝতে বুঝতে সবাই বলে অপদার্থ,কুম্ভকর্ণ ... পরের হালতো বাদই দিলাম ... কবে ধরবি আপন হাল ? ভাবনার অতলে ডুবি ... কবে হবে আপন ঠিকানা আমার পরগাছার মত অন্যের বোঝা হয়ে আর কতকাল ..? নিজের মতন করে বাঁচতে ভুলেছি স্বপ্নগুলোও আজ নিজের নয়.. এটা কি মানবের জীবন একে মানুষের মতন বাঁচা বলে .... আমি বলি পরগাছা যে নিঃশ্বাষও ফেলে অন্যের চওয়ায়.... আর কত এভাবে...? মরা অনূভুতির গোড়ায় জল দেব এবার শিখবো এবার মানষ বাঁচা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।