আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ভুল উচ্চারন...আর আমাদের চাপা হাসি...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

কাউকে বিদ্রুপ করাটা আমার ইচ্ছা নয়...এলাকা ভেদে এধরনের উচ্চারনের সমস্যা হয়...কিন্তু সমস্যা হল যখন ক্লাসের মাঝখানে কোন শিক্ষক খুব হাস্যকর ভুল করেন তখন একটু রাগ হয়...আর ভুল হলে মেনে নেয়া যায়...যখন দেখি যে উনি আসলেই এভাবেই কথা বলেন তখন আমার মত বাঁদরদের বাঁদরামো করার মহৎ ইচ্ছা জাগে...তাই আজাইরা ক্লাস নোট না তুলে আমাদের খাতা আর কলমকে আমরা ব্যস্ত রাখি খনা... থুড়ি স্যারের বচন তোলার কাজে... এখানে আমার আজকের ক্লাসনোট........ value- ভেলু atm booth- এটিএম ভুত!!! however- হাউভার invented- ইনব্যান্টেড lack- লেক country- খানট্রি...[ভাগগিস...আরেক্টু হলেই গেসিল...] apply- আপ্লাই able- আবাল...[সত্যি...ঈমান...] variety- ব্যারাইটি movie- মুবি labour- লাভার...[...হাহাহাহাহা...ঈমান...] maturity- মেসুরিটি technology- ঠ্যাকনোলজি লোকজন- look john! ধারা- দাড়া রাজধানী- রাচদানী ধানক্ষেত- দ্যানখ্যাত! থাকবে- তাকবে আরো অনেক অনেক অনেক আছে...বাধ্য- বাইদ্য, ঢাকা- ডাকা এইসব আরকি...এগুলা বুঝাই যায় যে কি হবে...তাই কইলামনা... [ কেউ রাইগেন না। আমি কাউরে খেপাইতে চাইনা...আমি নামে দুষ্টু হলেও কাজে ভালই...] শাওয়ার নিতে গিয়ে আরও কিছু মনে পরলো...[আমি কিন্তু আবার ইউরেকা বলে বের হয়ে আসিনাই...]... এই যেমন ধরুন, perception, person, personality- পেরসেপশন, পেরসন, পেরসনালিটি!!! এটা person to person vary করে- এটা পেরসন টু পেরসন বেরী করে! [ এটা আমাদের এক টিচার খুব ইশঠাইল করে বলেন, এমন না যে উনি জানেন না উচ্চারন, কেন বলেন তাই বুঝিনা...] sure- শুয়োর!!! আমাদের এক টিচার আছেন যিনি কথায় কথায় ultimately বলেন, না এখানে উচ্চারনের কোনই সমস্যা নাই...সমস্যা শুধু উনি কয়বার বলেন তা নিয়ে...আমাদের উনার ক্লাসে কাজ ছিল গুনে রাখা উনি কয়বার বলেন[আমরা ক্লাস লেকচার তুলতামনা উনার ক্লাসে কারন উনি ohp থেকে স্লাইডে যা আছে পড়াই যেতেন আর পরে আমরা ফুডুকফি করে নিতাম] আমাদের ২য় মানব[2nd boy...] একদিন স্যার যাবার পর টালিকৃত ultimatelyর সংখ্যা গুনে জানালো যে উনি ২ঘন্টার ক্লাসে ৩০৫বার ultimately বলেছেন...ভাবুন তো একবার...কি আজিব...! [এই পোস্টে যা আছে তা যদি জীবিত বা মৃত কারোর সাথে মিলে যায় তবে তা হবে অনভিপ্রেত কাকতালমাত্র...]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।